Black Fungus India: নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস, নিজেকে বাঁচাতে কী করবেন আর কী করবেন না
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভয় পেলে চলবে না, থাকতে হবে সতর্ক (black fungus or Mucormycosis) ৷
•করোনার সংক্রমণের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ ব্ল্যাক ফাঙ্গাসের দাপট৷ মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ করোনা রোগীদের মধ্যে দেখা দিচ্ছে৷ যার ফলে বাড়ছে সঙ্কট৷ দুর্বল শরীরে বাসা বাঁধছে এই ব্ল্যাক ফাঙ্গাস৷ এখনও পর্যন্ত সেই নজির মিলেছে৷ এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে এতটাই মারাত্মক ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ৷
advertisement
•সম্প্রতি দেশ জুড়ে এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস করোনা আক্রান্তদের মধ্যে ছড়িয়ে পড়ছে৷ এই সংক্রমণ প্রথম থেকে সঠিকভাবে চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে রোগীর৷ সাইনাস বা ফুসফুসের ক্ষতি করে এই ফাঙ্গাল সংক্রমণ৷ ইতিমধ্যেই ICMR এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই নিয়ে নির্দেশিকা জারি করেছে৷ কী করতে হবে এবং কী করতে হবে না, তা জানানো হয়েছে এই নির্দেশিকায়৷
advertisement
•প্রথমে জানতে হবে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ কী? শরীরে যন্ত্রণা, চোখ-নাকের পাশ দিয়ে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বর, মাথা ব্যথা, কাশি, নিঃশ্বাসের সমস্যা, রক্তবমি, স্মৃতি শক্তিতে প্রভাব অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা৷ মূলত এই সব উপসর্গ দেখা যায় ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হলে৷ তবে ঘন ঘন নাক বন্ধ বা নাক দিয়ে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, চোখের দৃষ্টি ঝাপসা হওয়া, ত্বকের সমস্যা, বুকে ব্যাথা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে৷ করোনা রোগী যাদের ডায়বেটিস রয়েছে বা দীর্ঘ সময় আইসিইউতে রয়েছেন তাঁদের প্রতি বিশেষ নজর রাখতে হবে৷
advertisement
advertisement
advertisement
advertisement