জিভের মধ্যে ফুসকুড়ি? ছাল উঠে আড়ষ্ঠ ভাব? মারণ এই রোগ বাসা বেঁধে ফেলেছে আপনার শরীরে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
*করোনা নিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তোলপাড় দেশ। প্রথম অবস্থায় বিশ্বব্যাপী লকডাউন করে সংক্রমণে লাগাম টানার চেষ্টা করা হলেও, তা খুব যে ফলপ্রসূ হয়েছে তা নয়। বরং যত দিন গিয়েছে, সংক্রামিতের সংখ্যা বেড়েছে ঝড়ের গতিতে। করোনা আক্রান্তদের মধ্যে বহু সংখ্যক উপসর্গহীন হলেও, লক্ষ লক্ষ মানুষের মধ্যে একাধিক উপসর্গ ছিল। তবে কিছুটা হলেও স্বস্তি মিলেছে করোনা টিকা সরকারি ছাড়পত্র পাওয়ার পর। ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধনের পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। কিন্তু তারপরেও চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতীকী ছবি।
advertisement
*প্রথমাবস্থায় করোনা শ্বাসতন্ত্রকে তছনছ করে দিচ্ছে এ কথা গবেষণায় উঠে এলেও, যত দিন এগোচ্ছে করোনা যে দেহের একাধিক অঙ্গের কর্মক্ষমতা নষ্ট করে দিতে সক্ষম তা সামনে উঠে এসেছে। করোনা আক্রান্তদের ক্ষেত্রে একের পর এক উপসর্গ সামনে আসছে। তাতেই ঘুম উড়ছে বিশেষজ্ঞদের। এবারে সামনে এল 'কোভিড টাং'। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*কী এই 'কোভিড টাং'? বিশেষজ্ঞদের দাবি, 'কোভিড টাং' আসলে মুখের ঘা বা মুখের আলসার। এ ক্ষেত্রে করোনা আক্রান্তদের জিভে ঘা জাতীয় উপসর্গ দেখা যাচ্ছে। ফলে বিশেষজ্ঞরা জুভে ঘা হলে করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন। যদিও এই নয়া উপসর্গকে এখনও বৈধ উপসর্গের তালিকাভুক্ত করা হয়নি। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক টিম স্পেক্টর ট্যুইটারে নয়া এই উপসর্গের বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তিনি, পাঁচজন করোনা আক্রান্তের একজনের মধ্যে এই নয়া উপসর্গের বিষয়ে জানিয়েছেন। প্রতীকী ছবি।
advertisement
*Nature Journal Evidence-based Dentistry-তে প্রকাশিত হওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে এমনই তিনটি মুখে ঘা এবং মুখের মধ্যে র্যাশের উপসর্গ থাকা করোনা রোগী তারা পেয়েছিলেন।অন্যদিকে, স্পেনের JAMA Dermatology-র গবেষণায় ২১ জনের স্কিন র্যাশ, ৬ জনের মুখ র্যাশের মতো উপসর্গ দেখা গিয়েছে। এমনকি দাঁত মাড়ি আলগা হয়ে দাঁত পড়ে যাওয়া, দাঁত ধূসর হয়ে যাওয়া সেনসিটিভিটি মতো ঘটনাও সামনে তুলে ধরেছে New York Times। প্রতীকী ছবি।