ভারতের মতো দেশে করোনার ঢেউ রুখতে পারবে না হার্ড ইমিউনিটি, জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ভারতের মতো অত্যধিক জনসংখ্যার দেশে হার্ড ইমিউনিটি করোনার এই প্রবল ঢেউকে রুখতে পারবে না । তার জন্য দরকার ভ্যাকসিন ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• সম্প্রতি কলকাতা, মুম্বই-সহ দেশের বেশিরভাগ বড় শহরেই দেখা যাচ্ছে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে । অনেকেই মাঝারি বা স্বল্প উপসর্গ রয়েছে, যা নিজের থেকেই সেরে যাচ্ছে । কারও শরীরে আবার অজান্তেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে । এইসব লক্ষণ থেকেই মনে করা হচ্ছি, হার্ড ইমিউনিটি হয়তো করোনা সংক্রমণে রাশ টানবে । কিন্তু এ দেশে যে এমন ধারনা তেমন ফলপ্রসূ হবে না তা জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক ।
