করোনায় কর্মীর মৃত্যু হলে পরিবারকে দেওয়া হবে চাকরি, ঘোষণা এই সরকারি সংস্থার

Last Updated:
এই ঘটনার পরই করোনায় কোনও কর্মীর মৃত্যু হলে পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় AIASL ৷
1/6
দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ প্রতিদিনই আক্রান্তের হার নয়া রেকর্ড গড়ছে ৷ এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। এর মধ্যেই এয়ার ইন্ডিয়ার (Air India) গ্রাউন্ড হ্যান্ডেলিং সহায়ক কোম্পানি এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড (AIASL) জানিয়েছে করোনা সংক্রমণের কারণে কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের কোনও সদস্যকে দেওয়া হবে চাকরি ৷Representational Image
দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ প্রতিদিনই আক্রান্তের হার নয়া রেকর্ড গড়ছে ৷ এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। এর মধ্যেই এয়ার ইন্ডিয়ার (Air India) গ্রাউন্ড হ্যান্ডেলিং সহায়ক কোম্পানি এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড (AIASL) জানিয়েছে করোনা সংক্রমণের কারণে কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের কোনও সদস্যকে দেওয়া হবে চাকরি ৷Representational Image
advertisement
2/6
<br /> এই মর্মে নোটিশ জারি করেছে AIASL ৷ এয়ার ইন্ডিয়ার প্রাক্তন এক্সজিকিউটিভ ডিরেক্টর এবং বর্তমানে AIASL প্রধান অশ্বিনী শর্মা জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যকে কোম্পানির দেওয়া শর্ত অনুসারেই এয়ারপোর্টেই কোনও পদে নিযুক্ত করা হবে ৷
<br /> এই মর্মে নোটিশ জারি করেছে AIASL ৷ এয়ার ইন্ডিয়ার প্রাক্তন এক্সজিকিউটিভ ডিরেক্টর এবং বর্তমানে AIASL প্রধান অশ্বিনী শর্মা জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যকে কোম্পানির দেওয়া শর্ত অনুসারেই এয়ারপোর্টেই কোনও পদে নিযুক্ত করা হবে ৷
advertisement
3/6
 একইভাবে মৃতের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার এই শর্ত AIESL, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং আলিয়ান্স এয়াররের ক্ষেত্রেও প্রযোজ্য ৷
একইভাবে মৃতের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার এই শর্ত AIESL, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং আলিয়ান্স এয়াররের ক্ষেত্রেও প্রযোজ্য ৷
advertisement
4/6
গত ৬ জুন এয়ার ইন্ডিয়ার ৫৮ বছরের এক পাইলটের করোনার কারণে মৃত্যু হয় ৷ এপ্রিলেই সবে কাজ থেকে রিটায়ার করেছিলেন তিনি৷ এই ঘটনার পরই করোনায় কোনও কর্মীর মৃত্যু হলে পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় AIASL ৷Photo- PTI
গত ৬ জুন এয়ার ইন্ডিয়ার ৫৮ বছরের এক পাইলটের করোনার কারণে মৃত্যু হয় ৷ এপ্রিলেই সবে কাজ থেকে রিটায়ার করেছিলেন তিনি৷ এই ঘটনার পরই করোনায় কোনও কর্মীর মৃত্যু হলে পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় AIASL ৷Photo- PTI
advertisement
5/6
 বর্তমানে দেশে ৮১টি এয়ারপোর্টে পরিষেবা দেয় AIASL ৷ লকডাউনে ৪ জুন অবধি AIASL প্রায় ১৯০০ ফ্লাইটের কাজ সামলেছে ৷ বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলি ছাড়াও আন্তঃরাজ্য বিমানের কার্গো পরিষেবার দায়িত্বও এই সংস্থার কাঁধেই ৷
বর্তমানে দেশে ৮১টি এয়ারপোর্টে পরিষেবা দেয় AIASL ৷ লকডাউনে ৪ জুন অবধি AIASL প্রায় ১৯০০ ফ্লাইটের কাজ সামলেছে ৷ বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলি ছাড়াও আন্তঃরাজ্য বিমানের কার্গো পরিষেবার দায়িত্বও এই সংস্থার কাঁধেই ৷
advertisement
6/6
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৯৮৩ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে ইতিমধ্যেই স্পেনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২০৬ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭,১৩৫। Representative image
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৯৮৩ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে ইতিমধ্যেই স্পেনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২০৬ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭,১৩৫। Representative image
advertisement
advertisement
advertisement