One Nation One Ration Card: বিরাট সিদ্ধান্ত! Corona Vaccination-এর শংসাপত্র দেখালেই পাবেন রেশন!

Last Updated:
One Nation One Ration Card|Coronavirus Third Wave|Uttar Pradesh|Chandra Grahan 2021|Business|Lunar Eclipse 2021|Solar Eclipse 2021|Surya Grahan 2021: আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করতে গেলেও করোনার টিকা বাধ্যতামূলক
1/8
সারা দেশে করোনা ভ্যাকসিনের (Corona Vaccination) উৎসাহ দিতে আরও এক কঠোর পদরক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
সারা দেশে করোনা ভ্যাকসিনের (Corona Vaccination) উৎসাহ দিতে আরও এক কঠোর পদরক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
দেশের সমস্ত রাজ্যের সমস্ত রাজ্যবাসী যাতে করোনা টিকা (Covid-19 Vaccine) নেন সেই বিষয়ে বড় পদক্ষেপ করছে ৷ প্রতীকী ছবি ৷
দেশের সমস্ত রাজ্যের সমস্ত রাজ্যবাসী যাতে করোনা টিকা (Covid-19 Vaccine) নেন সেই বিষয়ে বড় পদক্ষেপ করছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
ইতিমধ্যেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে দেশের বেশ কিছু রাজ্যে ড্রাইভিং লাইসেন্স (Driving License), আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card), পাসপোর্ট (Passport Application) তৈরি করতে গেলে করোনার টিকা বাধ্যতামূলক ৷ প্রতীকী ছবি ৷
ইতিমধ্যেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে দেশের বেশ কিছু রাজ্যে ড্রাইভিং লাইসেন্স (Driving License), আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card), পাসপোর্ট (Passport Application) তৈরি করতে গেলে করোনার টিকা বাধ্যতামূলক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এবার সেই বিষয়ে আরও একধাপ এগোচ্ছে কেন্দ্র এবার থেকে রেশনও (One Nation One Ration Card) পাওয়া যাবেনা করোনার টিকা না নিলে ৷ এবার থেকে করোনা ভ্যাকসিনের শংসাপত্র না দেখালে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও আলিগড়ে (Aligarh) মিলবে না রেশন ৷ প্রতীকী ছবি ৷
এবার সেই বিষয়ে আরও একধাপ এগোচ্ছে কেন্দ্র এবার থেকে রেশনও (One Nation One Ration Card) পাওয়া যাবেনা করোনার টিকা না নিলে ৷ এবার থেকে করোনা ভ্যাকসিনের শংসাপত্র না দেখালে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও আলিগড়ে (Aligarh) মিলবে না রেশন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
কিছুদিন আগেই গাজিয়াবাদের (Ghaziabad) পরিবহণ কার্যালয়ে গাড়ির লাইসেন্স প্রস্তুতিতে বা তার নবীকরণ-সহ অন্যান্য কাজে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখানো অত্যন্ত প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
কিছুদিন আগেই গাজিয়াবাদের (Ghaziabad) পরিবহণ কার্যালয়ে গাড়ির লাইসেন্স প্রস্তুতিতে বা তার নবীকরণ-সহ অন্যান্য কাজে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখানো অত্যন্ত প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
কোনও ব্যক্তি করোনা টিকা না নিয়ে সেই কাজ করতে গিয়েছেন তো তাঁর সেই কাজ কিছুতেই হবেনা ৷ সএই রকমেই এবার রেশন দেওয়ার ক্ষেত্রেও নিয়ম চালু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
কোনও ব্যক্তি করোনা টিকা না নিয়ে সেই কাজ করতে গিয়েছেন তো তাঁর সেই কাজ কিছুতেই হবেনা ৷ সএই রকমেই এবার রেশন দেওয়ার ক্ষেত্রেও নিয়ম চালু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
আলিগড়ে সমস্ত কর্মীরা নিশ্চিত করছেন যাতে সমস্ত মানুষের টিকাকরণ সম্পন্ন হয় ৷ উপভোক্তাদের ভ্যাকসিনের সার্টিফিকেট দেখেই দেওয়া হবে রেশন ৷ ২০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে রেশন ৷ প্রতীকী ছবি ৷
আলিগড়ে সমস্ত কর্মীরা নিশ্চিত করছেন যাতে সমস্ত মানুষের টিকাকরণ সম্পন্ন হয় ৷ উপভোক্তাদের ভ্যাকসিনের সার্টিফিকেট দেখেই দেওয়া হবে রেশন ৷ ২০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে রেশন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
এছাড়াও দোকানদার, অটোচালক, ট্যাক্সিচালক এমনকি কুলিমজুরদেরও করোনার টিকা নিতে হবে নয়তো কাজ করতে পারবেন না তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
এছাড়াও দোকানদার, অটোচালক, ট্যাক্সিচালক এমনকি কুলিমজুরদেরও করোনার টিকা নিতে হবে নয়তো কাজ করতে পারবেন না তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement