Coronavirus India Update : ব্যাপক পরিবর্তন দেশের COVID-19 গ্রাফে! একদিনে করোনার বলি ৫০০-র কম...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Coronavirus India Updates : স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে বুধবার থেকে শুক্রবার, এই দু’দিনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় করোনা গ্রাফে। বুধবার সংক্রমণ বেড়েছিল হু হু করে, মৃত্যুর হার প্রায় ১০ গুণ বেশি ছিল মঙ্গলবারের তুলনায়। আর শুক্রবার আক্রান্ত ও মৃত্যু – দুটোই নেমে এল অনেকটা।
advertisement
গত ২৪ ঘণ্টায় করোনার কবলমুক্ত হয়েছেন ৩৮ হাজার ৭৪০ জন। কয়েকদিন আগেও ৩ হাজােরর বেশি ছিল করোনা সংক্রমণে মৃত্যু। সেটা অনেকটাই কমেছে গত ২৪ ধণ্টায়। তবে দৈনিক সংক্রমণ ৩৫,৩৪২ হয়ে গিয়েছে। কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। এই মুহূর্তে দেশের মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৫১৩।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে পর্যটকদের ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলিতে। সিমলা, মানালি সহ একাধিক জায়গায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই নিয়ে সতর্ক করেছেন পর্যটন কেন্দ্রগুলিকে।
