২১ দিন ধরে শুধুই সঙ্গম ! ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে কন্ডোম ও গর্ভনিরোধক পিল ! দেখুন ছবি

Last Updated:
১ দিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে ভারতের মানুষকে। এই অবস্থায় বেঁচে থাকতে গেল কাছের মানুষকে ভালবাসা ছাড়া আর উপায় কি !
1/5
'অল ইউ নিড ইজ লাভ'...বিটলস ১৯৬০ সালে এই গানটি গেয়েছিল। আজ ভাগ্যচক্রে এই গান সবার ঘরে ঘরে বেঁচে থাকার মুলমন্ত্র। ২১ দিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে ভারতের মানুষকে। এই অবস্থায় বেঁচে থাকতে গেল কাছের মানুষকে ভালবাসা ছাড়া আর উপায় কি !photo source collected
'অল ইউ নিড ইজ লাভ'...বিটলস ১৯৬০ সালে এই গানটি গেয়েছিল। আজ ভাগ্যচক্রে এই গান সবার ঘরে ঘরে বেঁচে থাকার মুলমন্ত্র। ২১ দিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে ভারতের মানুষকে। এই অবস্থায় বেঁচে থাকতে গেল কাছের মানুষকে ভালবাসা ছাড়া আর উপায় কি !photo source collected
2/5
অফিস, কাজ, ব্যস্ততা এসবের মধ্যে পড়ে মানুষ ভুলেই গিয়েছে ঘরে একসঙ্গে অনেক দিন থাকতে। আর বাড়িতে থাকা হয় না বলে নিজের পার্টনারকেও সময় দেওয়া হয় না। করোনা ভাইরাসের জন্য এখন বাড়ি থেকে বেরোন বন্দ। আর এই সুযোগেই অনেকে নিজের পার্টনারকে নতুন করে আবিষ্কার করছে। ভালবাসছে। আর এই ভালাবাসার তাগিদেই যৌনতাতেও নতুন পালের হাওয়া লেগেছে। photo source collected
অফিস, কাজ, ব্যস্ততা এসবের মধ্যে পড়ে মানুষ ভুলেই গিয়েছে ঘরে একসঙ্গে অনেক দিন থাকতে। আর বাড়িতে থাকা হয় না বলে নিজের পার্টনারকেও সময় দেওয়া হয় না। করোনা ভাইরাসের জন্য এখন বাড়ি থেকে বেরোন বন্দ। আর এই সুযোগেই অনেকে নিজের পার্টনারকে নতুন করে আবিষ্কার করছে। ভালবাসছে। আর এই ভালাবাসার তাগিদেই যৌনতাতেও নতুন পালের হাওয়া লেগেছে। photo source collected
3/5
কয়েকদিনের মধ্যেই ভারতে কন্ডোম বিক্রির হার চরচর করে বাড়তে শুরু করেছে সেই সঙ্গে বাড়ছে কন্ট্রাসেপটিভ পিল বিক্রির হারও। করোনা ভাইরাসের আতঙ্ক মানুষকে গৃহবন্দি করেছে ঠিকই যা কিছুটা হলেও বিরক্তি বাড়াচ্ছে। কিন্তু তার থেকেও অনেক বেশি বাড়ছে কাপলদের মধ্যে ঘনিষ্টতা। খাবার, ওষুধ, মাস্কের সঙ্গে সমানে বাড়ছে কন্ডোম ও কন্ট্রাসেপটিভ পিল বিক্রির হারও। photo source collected
কয়েকদিনের মধ্যেই ভারতে কন্ডোম বিক্রির হার চরচর করে বাড়তে শুরু করেছে সেই সঙ্গে বাড়ছে কন্ট্রাসেপটিভ পিল বিক্রির হারও। করোনা ভাইরাসের আতঙ্ক মানুষকে গৃহবন্দি করেছে ঠিকই যা কিছুটা হলেও বিরক্তি বাড়াচ্ছে। কিন্তু তার থেকেও অনেক বেশি বাড়ছে কাপলদের মধ্যে ঘনিষ্টতা। খাবার, ওষুধ, মাস্কের সঙ্গে সমানে বাড়ছে কন্ডোম ও কন্ট্রাসেপটিভ পিল বিক্রির হারও। photo source collected
4/5
শুধু স্টোরে বা দোকানে গিয়ে নয় অনলাইনেও বাড়ছে এই কন্ডোম কেনার হার। দিল্লি স্যর গঙ্গা রাম হসপিটালের মনোরোগ চিকিৎসক জানিয়েছেন , "যুদ্ধ এবং আতঙ্কের সময় সব পার্টনারদের মধ্যেই ইন্টিমেসি বেড়ে যায়।" তিনি আরও বলেছেন, "২০২০ ডিসেম্বরে হয়তো আমরা দেখবো চারিদিকে করোনা ভাইরাসের জন্য অনেক সন্তান জন্ম নেবে ঘরে ঘরে।"photo source collected
শুধু স্টোরে বা দোকানে গিয়ে নয় অনলাইনেও বাড়ছে এই কন্ডোম কেনার হার। দিল্লি স্যর গঙ্গা রাম হসপিটালের মনোরোগ চিকিৎসক জানিয়েছেন , "যুদ্ধ এবং আতঙ্কের সময় সব পার্টনারদের মধ্যেই ইন্টিমেসি বেড়ে যায়।" তিনি আরও বলেছেন, "২০২০ ডিসেম্বরে হয়তো আমরা দেখবো চারিদিকে করোনা ভাইরাসের জন্য অনেক সন্তান জন্ম নেবে ঘরে ঘরে।"photo source collected
5/5
মানুষ সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য যৌন জীবন হারাতেই বসেছিল। অনেক দম্পতির মধ্যে বাচ্চা না হওয়ার সমস্যাও ছিল। কিন্তু এই গৃহবন্দি দশা এবার হয়তো তাঁদের সেই স্বপ্ন পূরন করে দেবে। তবে দেশে যে হারে কন্ডোম বিক্রি বেড়েছে তাতে নিশ্চিত করে বলা যায় কাপলদের এই ২১ দিন আনন্দে কাটবে। photo source collected
মানুষ সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য যৌন জীবন হারাতেই বসেছিল। অনেক দম্পতির মধ্যে বাচ্চা না হওয়ার সমস্যাও ছিল। কিন্তু এই গৃহবন্দি দশা এবার হয়তো তাঁদের সেই স্বপ্ন পূরন করে দেবে। তবে দেশে যে হারে কন্ডোম বিক্রি বেড়েছে তাতে নিশ্চিত করে বলা যায় কাপলদের এই ২১ দিন আনন্দে কাটবে। photo source collected