Unlock 1.0| সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে, ৩০ জুন পর্যন্ত স্থগিত চারধাম যাত্রা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সংক্রমণ বাড়তে থাকায় দ্য দেবস্থনম বোর্ডের তরফে জানান হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত চারধাম যাত্রা স্থগিত থাকবে ।
advertisement
advertisement
advertisement
*গাড়োয়াল হিমালয়ের চারটি মন্দিরই খুলে গিয়েছে তবে দর্শনের জন্য কোনও ভক্তদের ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না । শুরুরদিকে উত্তরাখণ্ড সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এই মন্দিরগুলি এবং রাজ্যের অন্য মন্দিরগুলি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে । কিন্তু পুরোহিত, স্টেকহোল্ডাররা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন । এ বিষয়ে উত্তরাখণ্ড সরকারের কাছে আবেদন জানিয়েছেন বদ্রীনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল ইশ্বরী প্রসাদ নাম্বুদ্রি । সংগৃহীত ছবি ।
advertisement