ঠেকানো যাচ্ছে না ভ্যাকসিনের অপচয়, রাজ্যে টিকাকরণের সুষ্ঠু পদ্ধতির ধাপ ঠিক করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক!

Last Updated:
বৈঠকে যথাসাধ্য ভ্যাকসিনের (vaccination) সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে রাজ্যে টিকাকরণের পদ্ধতির কয়েকটি ধাপ নির্দিষ্ট করে দিল কেন্দ্র।
1/7
•জনসংখ্যার বিপুল হার শুধু নয়, একই সঙ্গে করোনা ভ্যাকসিনের আকালের পিছনে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভ্যাকসিনের অপচয়ও (Vaccine waste)। কেন্দ্র থেকে এই মর্মে বার বার সতর্ক করা হচ্ছে রাজ্যগুলোকে, বলা হয়েছে যে অপচয়ের হার সীমিত থাকুক ৬.৩ শতাংশে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) সম্প্রতি জানিয়েছে যে তা সত্ত্বেও ঝাড়খন্ড, ছত্তিসগঢ়, তামিলনাড়ু, জম্মু এবং কাশ্মীর, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে যথাক্রমের অপচয়ের হার দাঁড়িয়েছে ৩৭.৩ শতাংশ, ৩০.২ শতাংশ, ১৫.৫ শতাংশ, ১০.৮ শতাংশ এবং ১০.৭ শতাংশ।
•জনসংখ্যার বিপুল হার শুধু নয়, একই সঙ্গে করোনা ভ্যাকসিনের আকালের পিছনে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভ্যাকসিনের অপচয়ও (Vaccine waste)। কেন্দ্র থেকে এই মর্মে বার বার সতর্ক করা হচ্ছে রাজ্যগুলোকে, বলা হয়েছে যে অপচয়ের হার সীমিত থাকুক ৬.৩ শতাংশে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) সম্প্রতি জানিয়েছে যে তা সত্ত্বেও ঝাড়খন্ড, ছত্তিসগঢ়, তামিলনাড়ু, জম্মু এবং কাশ্মীর, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে যথাক্রমের অপচয়ের হার দাঁড়িয়েছে ৩৭.৩ শতাংশ, ৩০.২ শতাংশ, ১৫.৫ শতাংশ, ১০.৮ শতাংশ এবং ১০.৭ শতাংশ।
advertisement
2/7
•এই অবস্থা দেখে ২৫ মে ভার্চুয়ালি রাজ্যের সঙ্গে একটি বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই বৈঠক পরিচালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)। এই বৈঠকে যথাসাধ্য ভ্যাকসিনের সুষ্ঠু (vaccine use) ব্যবহারের লক্ষ্যে রাজ্যে টিকাকরণের পদ্ধতির কয়েকটি ধাপ নির্দিষ্ট করে দিল কেন্দ্র।
•এই অবস্থা দেখে ২৫ মে ভার্চুয়ালি রাজ্যের সঙ্গে একটি বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই বৈঠক পরিচালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)। এই বৈঠকে যথাসাধ্য ভ্যাকসিনের সুষ্ঠু (vaccine use) ব্যবহারের লক্ষ্যে রাজ্যে টিকাকরণের পদ্ধতির কয়েকটি ধাপ নির্দিষ্ট করে দিল কেন্দ্র।
advertisement
3/7
•১. সবার প্রথমে রাজ্যে টিকাকরণের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র, সেই সঙ্গে বেঁধে দিয়েছে একটা সময়সীমা। জানিয়েছে যে চলতি বছরের জুন মাসের মধ্যেই তা করে দেখাতে হবে। রাজ্যে প্রয়োজন মতো ভ্যাকসিনের জোগান কেন্দ্র পাঠাবে, তবে সেই সঙ্গে ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গেও রাজ্যগুলোকে যোগাযোগ রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।
•১. সবার প্রথমে রাজ্যে টিকাকরণের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র, সেই সঙ্গে বেঁধে দিয়েছে একটা সময়সীমা। জানিয়েছে যে চলতি বছরের জুন মাসের মধ্যেই তা করে দেখাতে হবে। রাজ্যে প্রয়োজন মতো ভ্যাকসিনের জোগান কেন্দ্র পাঠাবে, তবে সেই সঙ্গে ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গেও রাজ্যগুলোকে যোগাযোগ রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
4/7
•২. রাজ্যগুলোকে জেলাভিত্তিক টিকাকরণ কর্মসূচির পথ অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ১৫ জুনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে। প্রতি জেলায়, প্রতি গ্রামে এই ভাবে টিকাকরণের বিষয়টি সুনিশ্চিত করতে পারলে অপচয় রোধ করা যাবে।
•২. রাজ্যগুলোকে জেলাভিত্তিক টিকাকরণ কর্মসূচির পথ অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ১৫ জুনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে। প্রতি জেলায়, প্রতি গ্রামে এই ভাবে টিকাকরণের বিষয়টি সুনিশ্চিত করতে পারলে অপচয় রোধ করা যাবে।
advertisement
5/7
•৩. টিকাকরণের ক্ষেত্রে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোকে আরও স্বচ্ছ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তারা যেন CoWIN পোর্টালে টিকা উপলব্ধতার যাবতীয় তথ্য আপলোড করে। সেই সঙ্গে প্রতি দিন একটি নির্দিষ্ট সময়, যেমন সকাল ৮টা থেকে ৯টা, রাত ৮টা থেকে ৯টার মধ্যে টিকাকরণের স্লট বুক করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি- এতে জনতার পক্ষে টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করানোর কাজ সহজ হবে।
•৩. টিকাকরণের ক্ষেত্রে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোকে আরও স্বচ্ছ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তারা যেন CoWIN পোর্টালে টিকা উপলব্ধতার যাবতীয় তথ্য আপলোড করে। সেই সঙ্গে প্রতি দিন একটি নির্দিষ্ট সময়, যেমন সকাল ৮টা থেকে ৯টা, রাত ৮টা থেকে ৯টার মধ্যে টিকাকরণের স্লট বুক করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি- এতে জনতার পক্ষে টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করানোর কাজ সহজ হবে।
advertisement
6/7
•৪. কর্পোরেট সংস্থাগুলোর কাছেও এই বিষয়ে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। বলেছে যে কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, তাতে টিকাকরণ ত্বরাণ্বিত হবে।
•৪. কর্পোরেট সংস্থাগুলোর কাছেও এই বিষয়ে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। বলেছে যে কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, তাতে টিকাকরণ ত্বরাণ্বিত হবে।
advertisement
7/7
•৫. ১৮-৪৪ বছর এবং ৪৫ বছরের উর্ধ্বের ব্যক্তিদের জন্য আলাদা আলাদা স্লট বুকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে CoWIN-এ বলেও জানিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে এটাও উল্লেখ করে দিতে ভোলেনি যে এখন থেকে Sputnik V টিকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।
•৫. ১৮-৪৪ বছর এবং ৪৫ বছরের উর্ধ্বের ব্যক্তিদের জন্য আলাদা আলাদা স্লট বুকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে CoWIN-এ বলেও জানিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে এটাও উল্লেখ করে দিতে ভোলেনি যে এখন থেকে Sputnik V টিকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement