Coronavirus: একসময় গুরুদক্ষিণা'র মেকআপ টিমে কাজ করেছেন, করোনায় বিনামূল্যে চুল-দাড়ি কেটে দিচ্ছেন কামারহাটির বিজেপির মন্ডল প্রেসিডেন্ট

Last Updated:
করোনা যুদ্ধের সেনানি হয়ে রোজ বিনামূল্যে চুল, দাড়ি কেটে চলেছেন তিনি।দেশজুড়ে লকডাউনে এও এক অভিজ্ঞতা। করোনা যুদ্ধে রতন পোদ্দারও একজন করোনা হিরো।
1/5
এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম...। বাংলা সুপার-ডুপার হিট ছবি গুরুদক্ষিণা'র মেকআপ টিমের অন্যতম ছিলেন সন্ধ্যা পোদ্দার। মূলতঃ হেয়ার আর্টিস্ট সন্ধ্যা দিদির হাত ধরে খুব ছোট্ট বয়স থেকেই মেকআপের সঙ্গে হাতেখড়ি রতন পোদ্দারের। সেই শুরু থেকে ৬০ ছুঁই ছুঁই বয়সে এসেও  এনার্জিটিক  টালিগঞ্জে মেক-আপ আর্টিস্ট। করোনা লকডাউনে কার্যত সবই স্তব্ধ। জরুরি পরিষেবাটুকুই চলছে প্রশাসনের সাহায্যে। দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসছেন করোনা মোকাবিলায়।  তথ্য ও ছবি অর্ণব হাজরা
এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম...। বাংলা সুপার-ডুপার হিট ছবি গুরুদক্ষিণা'র মেকআপ টিমের অন্যতম ছিলেন সন্ধ্যা পোদ্দার। মূলতঃ হেয়ার আর্টিস্ট সন্ধ্যা দিদির হাত ধরে খুব ছোট্ট বয়স থেকেই মেকআপের সঙ্গে হাতেখড়ি রতন পোদ্দারের। সেই শুরু থেকে ৬০ ছুঁই ছুঁই বয়সে এসেও এনার্জিটিক টালিগঞ্জে মেক-আপ আর্টিস্ট। করোনা লকডাউনে কার্যত সবই স্তব্ধ। জরুরি পরিষেবাটুকুই চলছে প্রশাসনের সাহায্যে। দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসছেন করোনা মোকাবিলায়। তথ্য ও ছবি অর্ণব হাজরা
advertisement
2/5
গোষ্ঠী সংক্রমণের ভয়ে লকডাউনে বন্ধ সেলুন, পার্লার ।  চুল,  দাড়ি তো আর লকডাউন মানে না। প্রাকৃতিক নিয়মে তাঁর বৃদ্ধি। চুল, দাড়িতে সময় অন্তর কাঁচি, রেজার না পড়লে তা যে বড়ই বেমানান। উত্তর চব্বিশ পরগনার কামারহাটির নন্দননগরের রতন পোদ্দার মানুষের পাশে দাঁড়াতে অভিনব সিদ্ধান্ত নিয়ে বসলেন। গেলেন স্থানীয় বাজার। কিনে আনলেন কাঁচি, চিরুনী,  রেডিমেড রেজার, সাবান। সঙ্গে কিনলেন ডজন ডজন শ্যাম্পু পাতা।  তথ্য ও ছবি অর্ণব হাজরা
গোষ্ঠী সংক্রমণের ভয়ে লকডাউনে বন্ধ সেলুন, পার্লার । চুল, দাড়ি তো আর লকডাউন মানে না। প্রাকৃতিক নিয়মে তাঁর বৃদ্ধি। চুল, দাড়িতে সময় অন্তর কাঁচি, রেজার না পড়লে তা যে বড়ই বেমানান। উত্তর চব্বিশ পরগনার কামারহাটির নন্দননগরের রতন পোদ্দার মানুষের পাশে দাঁড়াতে অভিনব সিদ্ধান্ত নিয়ে বসলেন। গেলেন স্থানীয় বাজার। কিনে আনলেন কাঁচি, চিরুনী, রেডিমেড রেজার, সাবান। সঙ্গে কিনলেন ডজন ডজন শ্যাম্পু পাতা। তথ্য ও ছবি অর্ণব হাজরা
advertisement
3/5
করোনা যুদ্ধের সেনানি হয়ে রোজ বিনামূল্যে চুল, দাড়ি কেটে চলেছেন তিনি। ঘরবন্দী মানুষ  সেবা নিচ্ছেন রতন পোদ্দারের। চুল ছেঁটে ও দাড়ি কেটে। বিনিময়ে রতন বাবু কি নিচ্ছেন?  কিছুই না,  উল্টে প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন শ্যাম্পু পাতা।  তথ্য ও ছবি অর্ণব হাজরা
করোনা যুদ্ধের সেনানি হয়ে রোজ বিনামূল্যে চুল, দাড়ি কেটে চলেছেন তিনি। ঘরবন্দী মানুষ সেবা নিচ্ছেন রতন পোদ্দারের। চুল ছেঁটে ও দাড়ি কেটে। বিনিময়ে রতন বাবু কি নিচ্ছেন? কিছুই না, উল্টে প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন শ্যাম্পু পাতা। তথ্য ও ছবি অর্ণব হাজরা
advertisement
4/5
'করোনা আতঙ্কে সময় পরিষ্কার স্নানের বার্তা দিতেই শ্যাম্পু বিতরণ,' বলছেন রতন পোদ্দার। তাঁর কথায়,  "লকডাউন সময় চুল দাড়ি নিয়ে মানুষ অস্বস্তিতে রয়েছে।   নিম্নবিত্ত অনেক মানুষেরই চুল, দাড়ি কাটার দামী সরঞ্জাম নেই বাড়িতে। তাদের পাশে থাকতেই এমন সিদ্ধান্ত।" রতন পোদ্দারের রাজনৈতিক পরিচয়ও একটি রয়েছে।  কামারহাটি পূর্ব মণ্ডলের বিজেপি সভাপতি তিনি। তাই রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ে'র সঙ্গে সকাল, বিকাল কাটাচ্ছেন মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজে।  আর বাকি সময় তাঁর নিজের অস্থায়ী সেলুনের কাজ। তথ্য ও ছবি অর্ণব হাজরা
'করোনা আতঙ্কে সময় পরিষ্কার স্নানের বার্তা দিতেই শ্যাম্পু বিতরণ,' বলছেন রতন পোদ্দার। তাঁর কথায়, "লকডাউন সময় চুল দাড়ি নিয়ে মানুষ অস্বস্তিতে রয়েছে। নিম্নবিত্ত অনেক মানুষেরই চুল, দাড়ি কাটার দামী সরঞ্জাম নেই বাড়িতে। তাদের পাশে থাকতেই এমন সিদ্ধান্ত।" রতন পোদ্দারের রাজনৈতিক পরিচয়ও একটি রয়েছে। কামারহাটি পূর্ব মণ্ডলের বিজেপি সভাপতি তিনি। তাই রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ে'র সঙ্গে সকাল, বিকাল কাটাচ্ছেন মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজে। আর বাকি সময় তাঁর নিজের অস্থায়ী সেলুনের কাজ। তথ্য ও ছবি অর্ণব হাজরা
advertisement
5/5
ভিড় এড়াচ্ছেন কীভাবে? রতনের উত্তর,  " টেলিফোনে জায়গা স্থির করছি। পুকুর পাড় ও গাছের ছায়ার নিচে দূর থেকে চালাচ্ছি কাঁচি, রেজার। মেক-আপ সঙ্গে যুক্ত, অনেক অভিনেতা-অভিনেত্রীর  চুল ঠিক করে দিয়েছি তাই এই কাজটা করতে কোনও সমস্যা হচ্ছে না। "বুধবার দুপুরে কথা যখন এগোতে থাকে হঠাৎই ছন্দপতন। ফোনের ওপার থেকে রতন পোদ্দার বললেন, ভাই,  ফোন রাখছি,  পরে কথা হবে। অন্য ফোনে পানিহাটি থেকে নাগাড়ে ফোন আসছে, ওই চুল কাটার আবদার। দেশজুড়ে লকডাউনে এও এক অভিজ্ঞতা। করোনা যুদ্ধে রতন পোদ্দারও একজন করোনা হিরো। তথ্য ও ছবি অর্ণব হাজরা
ভিড় এড়াচ্ছেন কীভাবে? রতনের উত্তর, " টেলিফোনে জায়গা স্থির করছি। পুকুর পাড় ও গাছের ছায়ার নিচে দূর থেকে চালাচ্ছি কাঁচি, রেজার। মেক-আপ সঙ্গে যুক্ত, অনেক অভিনেতা-অভিনেত্রীর চুল ঠিক করে দিয়েছি তাই এই কাজটা করতে কোনও সমস্যা হচ্ছে না। "বুধবার দুপুরে কথা যখন এগোতে থাকে হঠাৎই ছন্দপতন। ফোনের ওপার থেকে রতন পোদ্দার বললেন, ভাই, ফোন রাখছি, পরে কথা হবে। অন্য ফোনে পানিহাটি থেকে নাগাড়ে ফোন আসছে, ওই চুল কাটার আবদার। দেশজুড়ে লকডাউনে এও এক অভিজ্ঞতা। করোনা যুদ্ধে রতন পোদ্দারও একজন করোনা হিরো। তথ্য ও ছবি অর্ণব হাজরা
advertisement
advertisement
advertisement