সোমবার থেকেই কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে কেন্দ্র, তবে তোলার জন্য রয়েছে বিশেষ নিয়ম
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
Pradhan Mantri Garib Kalyan Package আওতাভুক্ত এই টাকার দ্বিতীয় কিস্তি জমা পড়বে ৪ মে অর্থাৎ সোমবার ৷
advertisement
advertisement
advertisement
advertisement
সারা দেশে তালিকা অনুযায়ী, যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ০ বা ১ তাঁরা ৪ মে অর্থাৎ সোমবার. প্রথম দিনই টাকা তুলতে পারবেন ৷ শেষ সংখ্যা ২ বা ৩ হলে তোলা যাবে ৫ মে ৷ ৪ কিংবা ৫ যদি অ্যাকাউন্টের শেষ নম্বর হয় তাহলে টাকা তোলা যাবে ৬ মে ৷ একইভাবে ৬ এবং ৭ অ্যাকাউন্ট ধারকদের টাকা জমা পড়বে ৮ মে ৷ বাকিরা টাকা পাবে ১১ মে ৷
advertisement