#SelfIsolation: মাথায় হাত তারকা ক্রিকেটারের, রাস্তায় রাখা গাড়ি থেকে চুরি গেল পয়সার ব্যাগ!

Last Updated:
চুরি হয়ে যাওয়া ব্যাগ থেকে ক্রেডিট কার্ড ব্যবহারও হয়ে গেল
1/4
CVOID 19 -র দাপট সারা বিশ্বে ৷ মারণ ভাইরাসের সঙ্গে লড়তে বিশ্ব লড়ছে বেঁচে থাকার লড়াই ৷ কোথাও দাওয়াই লকডাউন কোথাও আবার সেলফ আইসোলেশন, কোয়ারেন্টাইন ৷ এই অবস্থাতেও দুষ্কৃতীকারীদের অনৈতিক কাজ আটাকনো যাচ্ছে না ৷ Photo- File
CVOID 19 -র দাপট সারা বিশ্বে ৷ মারণ ভাইরাসের সঙ্গে লড়তে বিশ্ব লড়ছে বেঁচে থাকার লড়াই ৷ কোথাও দাওয়াই লকডাউন কোথাও আবার সেলফ আইসোলেশন, কোয়ারেন্টাইন ৷ এই অবস্থাতেও দুষ্কৃতীকারীদের অনৈতিক কাজ আটাকনো যাচ্ছে না ৷ Photo- File
advertisement
2/4
অজি অধিনায়ক টিম পেইনের গাড়ি থেকে চুরি হয়ে গেল ওয়ালেট ও ক্রেডিট কার্ড ৷এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছে অস্ট্রেলিয়া ৷ তাই নিজের বাড়ির গ্যারাজেই জিম তৈরি করছিলেন পেইন ৷ (Reuters Photo)
অজি অধিনায়ক টিম পেইনের গাড়ি থেকে চুরি হয়ে গেল ওয়ালেট ও ক্রেডিট কার্ড ৷এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছে অস্ট্রেলিয়া ৷ তাই নিজের বাড়ির গ্যারাজেই জিম তৈরি করছিলেন পেইন ৷ (Reuters Photo)
advertisement
3/4
তাই রাস্তায় নিজের গাড়ি পার্ক করেছিলেন তারকা ক্রিকেটার ৷ এই অবস্থায় তার গাড়ির ভিতরেই লক করা অবস্থায় রাখা ছিল ওয়ালেট যাতে আরও গুরুত্বপূর্ণ জনিসের সঙ্গে ছিল তাঁর ক্রেডিট কার্ডও ৷ কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর ৷ Photo- Representive
তাই রাস্তায় নিজের গাড়ি পার্ক করেছিলেন তারকা ক্রিকেটার ৷ এই অবস্থায় তার গাড়ির ভিতরেই লক করা অবস্থায় রাখা ছিল ওয়ালেট যাতে আরও গুরুত্বপূর্ণ জনিসের সঙ্গে ছিল তাঁর ক্রেডিট কার্ডও ৷ কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর ৷ Photo- Representive
advertisement
4/4
গাড়ির দরজা খোলা আর ভিতর থেকে সাফ হয়ে গেছে সবকিছু ৷ এদিকে শুধু কার্ড খোয়া গিয়েই থেমে থাকেনি তিনি সকালেই মেসেজ পান তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করেছে৷ Photo- Representive
গাড়ির দরজা খোলা আর ভিতর থেকে সাফ হয়ে গেছে সবকিছু ৷ এদিকে শুধু কার্ড খোয়া গিয়েই থেমে থাকেনি তিনি সকালেই মেসেজ পান তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করেছে৷ Photo- Representive
advertisement
advertisement
advertisement