করোনার কোপ এ বার আন্টার্কটিকাতেও! আক্রান্ত ৩৬, বন্ধ গবেষণার কাজ

Last Updated:
নতুন বছর নতুন স্ট্রেন! নয়া রূপী করোনা নিয়ে সারা বিশ্ব এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। তার মধ্যেই আবার নতুন করে করোনার কোপ আন্টার্কটিকায়।
1/5
নতুন বছর নতুন স্ট্রেন! নয়া রূপী করোনা নিয়ে সারা বিশ্ব এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। তার মধ্যেই আবার নতুন করে করোনার হানা আন্টার্কটিকায়। এত দিন পর্যন্ত ওখানে করোনার কোনও সংক্রমণ ছিল না। সম্প্রতি ওখানকার একটি প্রতিবেদনে বিষয়টি নজরে আনা হয়েছে।
নতুন বছর নতুন স্ট্রেন! নয়া রূপী করোনা নিয়ে সারা বিশ্ব এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। তার মধ্যেই আবার নতুন করে করোনার হানা আন্টার্কটিকায়। এত দিন পর্যন্ত ওখানে করোনার কোনও সংক্রমণ ছিল না। সম্প্রতি ওখানকার একটি প্রতিবেদনে বিষয়টি নজরে আনা হয়েছে।
advertisement
2/5
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিলির রিসার্চ বেসে লোকজনের মধ্যে সংক্রমণটি লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ৩৬ জনের মধ্যে ২৬ জন সেনাকর্মী এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিলির রিসার্চ বেসে লোকজনের মধ্যে সংক্রমণটি লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ৩৬ জনের মধ্যে ২৬ জন সেনাকর্মী এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী।
advertisement
3/5
করোনায় আক্রান্ত সকলকেই নিয়ে যাওয়া হয়েছে চিলির পুন্টা অ্যারেনায়। ওখানে তাদেরকে আলাদা ভাবে রাখা হবে এবং বিশেষ ভাবে পর্যনাবেক্ষণ করা হবে।
করোনায় আক্রান্ত সকলকেই নিয়ে যাওয়া হয়েছে চিলির পুন্টা অ্যারেনায়। ওখানে তাদেরকে আলাদা ভাবে রাখা হবে এবং বিশেষ ভাবে পর্যনাবেক্ষণ করা হবে।
advertisement
4/5
স্পেনের একটি সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর একটি প্রতিবেদনে সোমবার এই সংক্রমণের কথা লেখা হয়। সেখানেই জানা গিয়েছে জেনারেল বার্নার্ডো ও’গিহন্স রিকেলমে গবেষণা বেসে এই সংক্রমণ হয়েছে। আন্টার্কটিকায় চিলির যে ১৩ টি গবেষণা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি হল জেনারেল বার্নার্ডো ও’গিহন্স রিকেলমে।
স্পেনের একটি সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর একটি প্রতিবেদনে সোমবার এই সংক্রমণের কথা লেখা হয়। সেখানেই জানা গিয়েছে জেনারেল বার্নার্ডো ও’গিহন্স রিকেলমে গবেষণা বেসে এই সংক্রমণ হয়েছে। আন্টার্কটিকায় চিলির যে ১৩ টি গবেষণা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি হল জেনারেল বার্নার্ডো ও’গিহন্স রিকেলমে।
advertisement
5/5
ওই সংবাদ মাধ্যমে বলা হয়েছে, করোনার সংক্রমণ রুখতে অ্যান্টার্কটিকার সমস্ত বড় বড় গবেষণাকেন্দ্র গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত রিসার্চের কোনও কাজ হবে না বলে জানান হয়েছে। সঠিক সময় ব্যবস্থা নেওয়ার জন্য চিলির বাহিনীকে ধন্যবাদ জানান হয়েছে।
ওই সংবাদ মাধ্যমে বলা হয়েছে, করোনার সংক্রমণ রুখতে অ্যান্টার্কটিকার সমস্ত বড় বড় গবেষণাকেন্দ্র গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত রিসার্চের কোনও কাজ হবে না বলে জানান হয়েছে। সঠিক সময় ব্যবস্থা নেওয়ার জন্য চিলির বাহিনীকে ধন্যবাদ জানান হয়েছে।
advertisement
advertisement
advertisement