লকডাউন চলছে, তাই মদ পাওয়া যাচ্ছে না৷ মদের বিকল্প হিসেবে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে অন্ধ্র প্রদেশে ৯ জনের মৃত্যু হল৷৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়৷
2/ 7
প্রকাশম জেলার কুরুচেডু শহরে এই ঘটনাটি ঘটেছে৷ বুধবার রাতে সেখানে একজনের মৃত্যু হয়, বৃহস্পতিবার রাতে আরও দু' জন মারা যান৷ শুক্রবার সকালেও আরও ৬ জনের মৃত্যু হয়৷ প্রতীকী চিত্র ।
3/ 7
পুলিশ জানতে পেরেছে, মোট ২০ জন হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন৷ এদের মধ্যে কয়েকজন পেশায় ভিক্ষুক৷ বাকিরা স্থানীয় বস্তিবাসী৷ প্রতীকী চিত্র৷
4/ 7
করোনা সংক্রমণ ঠেকাতে কুড়িচেডু শহরে লকডাউন চলছে৷ প্রকাশম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, লকডাউনে মদের দোকান বন্ধ৷ তাই মদ না পেয়েই হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন কয়েকজন৷ কারণ হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে৷ প্রতীকী চিত্র৷
5/ 7
স্থানীয় একটি দুর্গা মন্দিরে এক ভিক্ষুক বুধবার রাতে পেটে প্রবল জ্বলুনির কথা জানান৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর৷ প্রতীকী চিত্র৷
6/ 7
বৃহস্পতিবার স্থানীয় বস্তির দুই বাসিন্দাও পেটে প্রবল যন্ত্রণার কথা জানান৷ পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে ভর্তি করান৷ কিন্তু রাতেই তাঁরা মারা যান৷ এর পর শুক্রবারও একই সমস্যা নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়৷ প্রতীকী চিত্র৷
7/ 7
স্থানীয় একটি দুর্গা মন্দিরে এক ভিক্ষুক বুধবার রাতে পেটে প্রবল জ্বলুনির কথা জানান৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর৷ প্রতীকী চিত্র৷