করোনা সংক্রমণ বেড়েই চলেছে, মালদহ আদালতে ৭ দিন কাজ বন্ধের সিদ্ধান্ত আইনজীবীদের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
*করোনা আবহে বন্ধ হল মালদহ বার অ্যাসোসিয়েশন। আগামী এক সপ্তাহের জন্য মালদহ আদালতে কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত আইনজীবীদের। ইতিমধ্যেই মালদহ আদালতের তিন আইনজীবী করোনা সংক্রমিত হয়েছেন। এই অবস্থার বার অ্যাসোসিয়েশনের বৈঠকে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত। বিচারকে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানাল মালদহ বার অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
*এবার বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে কয়েকজন আক্রান্ত হওয়ায় আর ঝুঁকি নিতে চাইছে না আইনজীবীদের অধিকাংশ। মামলা চলাকালীন বা পরামর্শ নিতে বহু সাধারণ মানুষ আইনজীবীদের কাছে যান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু মানুষ আসেন মালদহ আদালত চত্বরে। সেক্ষেত্রে সাধারণভাবে দেখে কাউকে করোনা আক্রান্ত কিনা বোঝা সম্ভব নয়।
advertisement
advertisement