আতঙ্কের মাঝে আশার আলো... এম আর বাঙ্গুর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৬৮ করোনা যুদ্ধ জয়ী
- Published by:Shubhagata Dey
Last Updated:
সোমবার টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে ৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরল। যা রাজ্যে একদিনে সুস্থ হওয়ার ইতিহাসে রেকর্ড। শনিবার দিন বাঙ্গুর হাসপাতাল থেকে ৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
advertisement
advertisement
advertisement
advertisement
*টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতালেরই নার্স। করোনা ওয়ার্ডে কাজ করতে গিয়ে সংক্রামিত হন। পরিবারের লোককে তীব্র হেনস্থার মুখে পড়তে হয় এলাকায়। করোনা আক্রান্ত নার্সকে তার পাড়ায় চূড়ান্ত অপমানিত হতে হয়। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করে করোনা যুদ্ধে জয়ী। জানিয়েছেন, ফের করোনা ওয়ার্ডে কাজ করতে চান তিনি।
advertisement
*গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে নার্স। আক্রান্ত হওয়ার পর তাঁকে এবং তার পরিবারকে শুধু হেনস্থায় হতে হয়নি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় যে তিনি মারা গিয়েছেন। ১২ দিন হাসপাতালে কাটানোর পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি। প্রত্যেককে বলছেন, কেউ যেন আতঙ্কিত না হয়। ১৪ দিন কোয়ারান্টিনে থাকার পর আবারও করোনা রোগীদের দেখভাল করার অঙ্গীকার করেছেন।
advertisement
*এদিন হাসপাতাল থেকে ছুটি পাওয়া ৬৮ জন সুস্থ হয়ে যাওয়া করোনা মুক্ত মানুষকে ফুল এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। সংবর্ধনা পেয়ে আপ্লুত করোনাজয়ীরা। চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা প্রাণপণ লড়াই করছেন, এই লড়াইকে যেন সমাজ সম্মান দেয়। সেই বার্তাই এদিন সকলকে দিয়েছেন সকলে।