*রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১২৪ জনের। ফাইল ছবি।
2/ 5
*এমতাবস্থায় ৫০ বেডের সেফ হোম তৈরি করছে বেলুড় মঠ। সেই হোমে উপসর্গবিহীন করোনা আক্রান্তদের আশ্রয় দেওয়া হবে। ফাইল ছবি।
3/ 5
*রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির নামে যে স্কুল মঠ চত্বরে রয়েছে, সেই স্কুলের প্রার্থনা কক্ষ ও দুটি ক্লাসরুম নিয়ে শুরু হবে ৫০ কক্ষের এই সেফ হোম। ফাইল ছবি।
4/ 5
*মঠ মিশনের পদাধিকারি মহারাজ জানিয়েছেন, ১ জুন থেকে এই 'সেফ হোম' চালুর পরিকল্পনা রয়েছে মঠ কর্তৃপক্ষের। ফাইল ছবি।
5/ 5
*মঠে এই সেফ হোম চালু করার জন্য ইতিমধ্যেই মঠ কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনের সাহায্য চেয়েছে। পাশাপাশি, জানানো হয়েছে, সাহায্য পেলে এখান থেকে ভ্যাকসিন দেওয়া ও আরটিপিসিআর টেস্টও হতে পারে। ফাইল ছবি।
*মঠে এই সেফ হোম চালু করার জন্য ইতিমধ্যেই মঠ কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনের সাহায্য চেয়েছে। পাশাপাশি, জানানো হয়েছে, সাহায্য পেলে এখান থেকে ভ্যাকসিন দেওয়া ও আরটিপিসিআর টেস্টও হতে পারে। ফাইল ছবি।