স্বস্তির খবর, করোনা সংক্রমিত এলাকার ৩০ শতাংশ মানুষ নিজের থেকেই সেরে যাচ্ছেন: ICMR

Last Updated:
মারণ ভাইরাসের সংক্রমণ রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে, এরমধ্যে এই খবর খানিকটা হলেও আশার আলো সঞ্চার করবে
1/5
করোনা ভাইরাস সংক্রমিতের সংখ্যা রোজই নতুন নতুন রেকর্ড তৈরি করছে ৷ এর মধ্য ভারতীয় চিকিৎসা অনুসন্ধান পরিষদ বা আইসিএমআর এক দারুণ আশার আলো ছড়াতে সাহায্য করেছে নিজেদের সাম্প্রতিক রিসার্চ দিয়ে ৷ যে সব এলাকায় করোনা সংক্রমণ হয়েছে সেই এলাকাগুলিতে ৩০ শতাংশ মানুষ কোভিড ১৯ সংক্রমিত হওয়ার পর নিজেরাই সুস্থ হয়ে উঠেছেন ৷ ICMR জানিয়েছে এরমধ্যে সেই রোগীরাও রয়েছে যাদের মধ্যে করোনা সংক্রমণের কোনও লক্ষণ সামনে আসেনি ৷ Photo- Representative
করোনা ভাইরাস সংক্রমিতের সংখ্যা রোজই নতুন নতুন রেকর্ড তৈরি করছে ৷ এর মধ্য ভারতীয় চিকিৎসা অনুসন্ধান পরিষদ বা আইসিএমআর এক দারুণ আশার আলো ছড়াতে সাহায্য করেছে নিজেদের সাম্প্রতিক রিসার্চ দিয়ে ৷ যে সব এলাকায় করোনা সংক্রমণ হয়েছে সেই এলাকাগুলিতে ৩০ শতাংশ মানুষ কোভিড ১৯ সংক্রমিত হওয়ার পর নিজেরাই সুস্থ হয়ে উঠেছেন ৷ ICMR জানিয়েছে এরমধ্যে সেই রোগীরাও রয়েছে যাদের মধ্যে করোনা সংক্রমণের কোনও লক্ষণ সামনে আসেনি ৷ Photo- Representative
advertisement
2/5
একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকের খবর অনুসারে আইসিএমআর জানিয়েছে ন্যাশানাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (NCDC), রাজ্য সরকার ও WHO এরা সকলে মিলে রিসার্চ করেছে ৷ এই রিসার্চে দেশের ৭০ জেলার ২৪ হাজার স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে ৷ এই সার্ভে থেকে জানা গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ৷Photo- Representative
একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকের খবর অনুসারে আইসিএমআর জানিয়েছে ন্যাশানাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (NCDC), রাজ্য সরকার ও WHO এরা সকলে মিলে রিসার্চ করেছে ৷ এই রিসার্চে দেশের ৭০ জেলার ২৪ হাজার স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে ৷ এই সার্ভে থেকে জানা গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ৷Photo- Representative
advertisement
3/5
এই সার্ভে অনুসারে কনটেইনমেন্ট জোনে ১৫ থেকে ৩০ শতাংশ লোক সংক্রমিত হওয়ার পর নিজের থেকেই সুস্থ হয়ে গেছেন ৷ তবে এই পরিসংখ্যানের পরেও হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি ৷ কিন্তু এটা বলা হয়েছে এই সংক্রমিত এলাকাগুলিতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি হয়েছে ৷ এর অর্থ আগামী দিনে এই এলাকাগুলিতে হার্ড ইমিউনিটি তৈরি হবে ৷Photo- Representative
এই সার্ভে অনুসারে কনটেইনমেন্ট জোনে ১৫ থেকে ৩০ শতাংশ লোক সংক্রমিত হওয়ার পর নিজের থেকেই সুস্থ হয়ে গেছেন ৷ তবে এই পরিসংখ্যানের পরেও হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি ৷ কিন্তু এটা বলা হয়েছে এই সংক্রমিত এলাকাগুলিতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি হয়েছে ৷ এর অর্থ আগামী দিনে এই এলাকাগুলিতে হার্ড ইমিউনিটি তৈরি হবে ৷Photo- Representative
advertisement
4/5
সার্ভেতে আরও জানা গেছে দেশে বহু মানুষ করোনা সংক্রমিত হওয়ার পরেও তাঁদের শরীরে এই রোগের কোনও লক্ষণ সামনে আসেনি ৷ আর সেইগুলি যদি সামনে আসত তাহলে সারা দেশে সংক্রমিতের সংখ্যা অনেকটা বেশি হতে পারত ৷Photo- Representative
সার্ভেতে আরও জানা গেছে দেশে বহু মানুষ করোনা সংক্রমিত হওয়ার পরেও তাঁদের শরীরে এই রোগের কোনও লক্ষণ সামনে আসেনি ৷ আর সেইগুলি যদি সামনে আসত তাহলে সারা দেশে সংক্রমিতের সংখ্যা অনেকটা বেশি হতে পারত ৷Photo- Representative
advertisement
5/5
SERO সার্ভে অনুযায়ী বেশ কিছু এলাকায় মানুষের ব্লাড সেরামের পরীক্ষা করা হয়েছে ৷ তাতে বোঝা যায় সংক্রমণ কতদূূর ছড়িয়েছে ৷ এতে অ্যান্টিবডি নিয়েও তথ্য পাওয়া যায় ৷ এই সার্ভের থেকে পাওয়া তথ্য নিয়ে গোষ্ঠী সংক্রমণও আটাকানো যাবে ৷Photo- Representative
SERO সার্ভে অনুযায়ী বেশ কিছু এলাকায় মানুষের ব্লাড সেরামের পরীক্ষা করা হয়েছে ৷ তাতে বোঝা যায় সংক্রমণ কতদূূর ছড়িয়েছে ৷ এতে অ্যান্টিবডি নিয়েও তথ্য পাওয়া যায় ৷ এই সার্ভের থেকে পাওয়া তথ্য নিয়ে গোষ্ঠী সংক্রমণও আটাকানো যাবে ৷Photo- Representative
advertisement
advertisement
advertisement