পুরনো বাড়ি বিক্রি করবেন? শুধু ‘এই’ জিনিসটা মাথায় রাখুন, আপনাকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
একটা উপায়ে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর এখনও এড়ানো যেতে পারে। এর জন্য শুধু একটা কাজ করতে হবে।
advertisement
advertisement
এভাবে এক টাকাও ট্যাক্স দিতে হবে না: রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা বলছেন, কোনও ব্যক্তি পুরনো বাড়ি বা সম্পত্তি বিক্রি করে লাভের টাকা যদি নতুন কোনও সম্পত্তিতে বিনিয়োগ করেন, তাহলে তাঁকে যে কোনও দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর পরিশোধ থেকে ছাড় দেওয়া হবে। এর মানে হল, দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর হিসেবে এক টাকাও দিতে হবে না।
advertisement
লাভ থেকে নতুন সম্পত্তি কেনার উপর কোনও ট্যাক্স নেই: রাজস্ব সচিবকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুনাফা নতুন কোনও সম্পত্তিতে পুনরায় বিনিয়োগ না করলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর লাগু হয়। যদি কেউ পুরনো বাড়ি বিক্রি করে লাভের টাকায় নতুন বাড়ি কেনেন, তাহলে তার উপর এক পয়সাও ট্যাক্স প্রযোজ্য হবে না।
advertisement
ইনডেক্সেশন বেনিফিট কী: ইনডেক্সেশন সময়ের সঙ্গে সঙ্গে সম্পত্তির ক্রয় মূল্যের সঙ্গে মুদ্রাস্ফীতিকে সামঞ্জস্য করে, যা মূলধন লাভ কর গণনা করতে ব্যবহৃত হয়। ভিত্তি বছরের (২০০১-২০০২) সাপেক্ষে মূল্য পরিবর্তন পরিমাপ করার জন্য সরকার প্রতি বছর মূল্যস্ফীতি সূচক (সিআইআই) প্রকাশ করে। এর ভিত্তিতে গণনা করে ইনডেক্সেশন করা হয়।
advertisement