Indian Railways: রেলের বিশেষ পরিষেবা ! একটি ট্রেন টিকিটে ৫৬ দিন পর্যন্ত যাত্রা করতে পারবেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আলাদা আলাদা স্টেশনের টিকিট কাটলে অনেকটা বেশি দাম পড়ে ৷
প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেয় ভারতীয় রেল পরিষেবা ৷ ভারতীয় রেলের যাত্রীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকে ৷ তবে বেশিরভাগ যাত্রী রেলের একাধিক পরিষেবা সম্বন্ধে জানেন না ৷ এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা হচ্ছে সার্কুলার জার্নি টিকিট (Circular Journey Ticket) ৷
advertisement
রেলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রেলওয়ে তরফে সার্কুলার জার্নি টিকিট নামে একটি স্পেশ্যাল টিকিট জারি করা হয় ৷ এই টিকিটের মাধ্যমে ৫৬ দিন পর্যন্ত রেল যাত্রী একটি টিকিটে ৮টা আলাদা আলাদা স্টেশনে যাত্রা করতে পারবেন ৷ এই সময়ে যাত্রী যে কোনও ট্রেনে যাত্রা করতে পারবেন ৷ সাধারণত তীর্থ যাত্রা বা দর্শনীয় জায়গায় যাত্রা করতে থাকে যাত্রীরা এই সুবিধা নিয়ে থাকেন ৷
advertisement
advertisement
advertisement
উত্তর রেলওয়ে থেকে নয়াদিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত সার্কুলার জার্নি টিকিট নিলে আপনার যাত্রা নয়াদিল্লি থেকে শুরু হবে ৷ আবার নয়াদিল্লিতে এই যাত্রা শেষ হবে ৷ মথুরা থেকে মুম্বই সেন্ট্রাল, বেঙ্গালুরু সিটি, মাইসুরু, তিরুঅনন্তপুরম সেন্ট্রাল হয়ে কন্যাকুমারী পৌঁছবে এবং এই রাস্তায় নয়াদিল্লি ফিরবে ৷
advertisement
advertisement