50-30-20 Rule: সব প্রয়োজন পূরণ হবে বেতন থেকেই, ৫০-৩০-২০ রুল মেনে চলুন, সঞ্চয় নিয়ে চিন্তা থাকবে না
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
50-30-20 Rule: সঞ্চয় জরুরি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা কঠিন। কিন্তু যত কঠিনই হোক, ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতেই হয়।
advertisement
advertisement
advertisement
রুলের দ্বিতীয় ভাগে রয়েছে ৩০, অর্থাৎ বেতনের ৩০ শতাংশ অর্থ। এই টাকায় ব্যক্তি শখপূরণের ব্যয় করতে পারেন। অর্থাৎ সিনেমা দেখা, উইক এন্ডে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদিতে। আর বাকি ২০ শতাংশ অর্থ সঞ্চয়ের জন্য রাখতে হবে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যদি কোথাও বিনিয়োগ করার ইচ্ছা থাকে, তাহলে ১০ শতাংশ অর্থ বিনিয়োগ করুন, বাকি ১০ শতাংশ অ্যাকাউন্টে রেখে দিন। যাতে জরুরি প্রয়োজনে ধার করতে না হয়।
advertisement
advertisement
ধরে নেওয়া যাক, কারও মাসিক আয় ৫০ হাজার টাকা। তাহলে ৫০-৩০-২০ রুলে তিনি ২৫ হাজার টাকা প্রয়োজনীয় খরচের জন্য রেখে দেবেন। বাকি ২৫ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকায় শখপূরণ এবং ১০ হাজার টাকা সঞ্চয় করবেন। যদি কোনও স্কিমে বিনিয়োগ করার পরিকল্পনা থাকে, তাহলে প্রতি মাসে তিনি ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। আর বাকি ৫ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখা উচিত।







