ব্যাঙ্কের লকারে বছরের পর বছর পড়ে রয়েছে সোনার গয়না ? এখান থেকে কীভাবে আয় করবেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
লকারে পড়ে থাকা সোনা থেকেও সুদ উপার্জন করা সম্ভব।
advertisement
advertisement
advertisement
advertisement
ক) যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। গোল্ড এফডি যৌথ নামেও খোলা যায়। খ) সোনা কাঁচা সোনার আকারে গ্রহণ করা হয়। যেমন সোনার বার, মুদ্রা, পাথর বাদে গয়না এবং অন্যান্য ধাতু। গ) একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ৩০ গ্রাম সোনা জমা করতে পারেন। কোনও সর্বোচ্চ সীমা নেই। ঘ) এই স্কিমে ১ থেকে ১৫ বছরের মেয়াদ রয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী ব্যাঙ্ক আমানতের মেয়াদ ১ থেকে ৩ বছর, মধ্যমেয়াদী সরকারি আমানতের মেয়াদ: ৫ থেকে ৭ বছর, দীর্ঘমেয়াদী সরকারি আমানতের মেয়াদ ১২ থেকে ১৫ বছর।
advertisement
গোল্ড মনিটাইজেশন স্কিমে সুদের হার: ১ বছরের জন্য: বার্ষিক ০.৫০ শতাংশ, ১ বছরের উপরে ২ বছর পর্যন্ত: বার্ষিক ০.৫৫ শতাংশ এবং ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত: বার্ষিক ০.৬০ শতাংশ। এমটিজিডি এবং এলটিজিডি: বার্ষিক ২.২৫ শতাংশ। আমানতকারী বার্ষিক সাধারণ সুদের অর্থ প্রদান বা মেয়াদপূর্তিতে ক্রমবর্ধমান সুদ (বার্ষিক চক্রবৃদ্ধি) পাওয়ার বিকল্প পাবেন। এই স্কিমে অকাল প্রত্যাহারের সুবিধা রয়েছে। তবে জরিমানা দিতে হবে।
advertisement