Business Opportunity: মুসাম্বি লেবুর চাষ করে লাভবান হওয়া যায় সহজেই, জানুন বিস্তারিত 

Last Updated:
মুসাম্বি লেবুর চাষ করে লাভবান হতে পারবেন আপনারাও। এই লেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব!
1/7
পূর্ব বর্ধমান: এবার মুসাম্বিলেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব! সঠিক পরিচর্যা এবং যত্ন নিলেই পাওয়া যাবে প্রচুর লেবু। আর সেই লেবু বাজারে বিক্রি করে উপার্জন করা যেতে পারে মোটা অংকের টাকা। মুসাম্বি লেবু চাষ করেই হতে পারবেন স্বনির্ভর। রিপোর্টিং বনোয়ারীলাল চৌধুরী, প্রতীকী ছবি ৷
<span style="color: #800080;"><strong>পূর্ব বর্ধমান:</strong> </span>এবার মুসাম্বিলেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব! সঠিক পরিচর্যা এবং যত্ন নিলেই পাওয়া যাবে প্রচুর লেবু। আর সেই লেবু বাজারে বিক্রি করে উপার্জন করা যেতে পারে মোটা অংকের টাকা। মুসাম্বি লেবু চাষ করেই হতে পারবেন স্বনির্ভর। রিপোর্টিং বনোয়ারীলাল চৌধুরী, প্রতীকী ছবি ৷
advertisement
2/7
তবে এই লেবু সাধারণ মুসাম্বি লেবু নয়। এটাকে ভিয়েতনামী প্রজাতির মুসাম্বি বলা হচ্ছে। এই গাছ থেকে বছরে একবার বা দুবার নয়, তিনবার পর্যন্ত ফলন পাওয়া যাবে বলেই জানাচ্ছেন নার্সারির কর্ণধার। প্রতীকী ছবি ৷
তবে এই লেবু সাধারণ মুসাম্বি লেবু নয়। এটাকে ভিয়েতনামী প্রজাতির মুসাম্বি বলা হচ্ছে। এই গাছ থেকে বছরে একবার বা দুবার নয়, তিনবার পর্যন্ত ফলন পাওয়া যাবে বলেই জানাচ্ছেন নার্সারির কর্ণধার। প্রতীকী ছবি ৷
advertisement
3/7
বছরে একাধিকবার পাওয়া যাবে ফলন। বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করা যাবে এই লেবু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নামক একটি নার্সারিতে এই ভিয়েতনাম প্রজাতির মুসাম্বি লেবু গাছ পাওয়া যাচ্ছে। প্রতীকী ছবি ৷
বছরে একাধিকবার পাওয়া যাবে ফলন। বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করা যাবে এই লেবু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নামক একটি নার্সারিতে এই ভিয়েতনাম প্রজাতির মুসাম্বি লেবু গাছ পাওয়া যাচ্ছে। প্রতীকী ছবি ৷
advertisement
4/7
দূর দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই লেবু গাছ কেনার জন্য। নার্সারির কর্ণধার সংকর দত্ত জানিয়েছেন, \&quot;এই গাছ থেকে বছরে তিনবার ফলন পাওয়া যাবে। তাছাড়া দেশী মুসাম্বি লেবুর থেকে এই লেবুতে রস পাওয়া যাবে অনেক বেশি। এবং মিষ্টিও তুলনামূলক অনেকটাই বেশি।\&quot; প্রতীকী ছবি ৷
দূর দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই লেবু গাছ কেনার জন্য। নার্সারির কর্ণধার সংকর দত্ত জানিয়েছেন, \"এই গাছ থেকে বছরে তিনবার ফলন পাওয়া যাবে। তাছাড়া দেশী মুসাম্বি লেবুর থেকে এই লেবুতে রস পাওয়া যাবে অনেক বেশি। এবং মিষ্টিও তুলনামূলক অনেকটাই বেশি।\" প্রতীকী ছবি ৷ 
advertisement
5/7
লেবুর যে অনেক উপকারিতা রয়েছে তা সকলেরই জানা রয়েছে। প্রায় সারাবছরই বাজারে মুসাম্বি লেবুর চাহিদা থাকে। তাছাড়া গরমকালে বাজারে বেশ চড়া দামেও বিক্রি হয় এই মুসাম্বি লেবু। এই ভিয়েতনামী লেবু গাছের দামও রয়েছে সাধ্যের মধ্যেই । প্রতীকী ছবি ৷
লেবুর যে অনেক উপকারিতা রয়েছে তা সকলেরই জানা রয়েছে। প্রায় সারাবছরই বাজারে মুসাম্বি লেবুর চাহিদা থাকে। তাছাড়া গরমকালে বাজারে বেশ চড়া দামেও বিক্রি হয় এই মুসাম্বি লেবু। এই ভিয়েতনামী লেবু গাছের দামও রয়েছে সাধ্যের মধ্যেই । প্রতীকী ছবি ৷ 
advertisement
6/7
২০০ টাকা দামের গাছও রয়েছে এই নার্সারিতে। এছাড়াও একটা গাছ থেকে সারাবছর প্রচুর ফলনও পাওয়া যাবে। এই বিষয়ে সংকর দত্ত আরও জানিয়েছেন, এই গাছ লাগানোর দুই থেকে তিন বছরের মধ্যে পরিপূর্ণভাবে ফলন দিতে শুরু করবে। বছরে অনেক বেশি ফলন পাওয়া যাবে।\&quot; প্রতীকী ছবি ৷
২০০ টাকা দামের গাছও রয়েছে এই নার্সারিতে। এছাড়াও একটা গাছ থেকে সারাবছর প্রচুর ফলনও পাওয়া যাবে। এই বিষয়ে সংকর দত্ত আরও জানিয়েছেন, এই গাছ লাগানোর দুই থেকে তিন বছরের মধ্যে পরিপূর্ণভাবে ফলন দিতে শুরু করবে। বছরে অনেক বেশি ফলন পাওয়া যাবে।\" প্রতীকী ছবি ৷
advertisement
7/7
সাধারণ পাতি লেবুর থেকে এই লেবুতে কিছুটা বেশি পরিমাণ রসও পাওয়া যাবে। এছাড়া যেহুতু বছরে একাধিকবার ফলন মিলবে , সেকারণে নার্সারির তরফে এই চাষ অনেকটাই লাভজনক হবে বলে মনে করছেন। প্রতীকী ছবি ৷
সাধারণ পাতি লেবুর থেকে এই লেবুতে কিছুটা বেশি পরিমাণ রসও পাওয়া যাবে। এছাড়া যেহুতু বছরে একাধিকবার ফলন মিলবে , সেকারণে নার্সারির তরফে এই চাষ অনেকটাই লাভজনক হবে বলে মনে করছেন। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement