Year Ender 2023: একবছরে ৮টি ব্যাঙ্কের উপর নেমেছে RBI-এর লাইসেন্স বাতিলের খাঁড়া; কেন এমন পরিস্থিতি, জানুন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Year Ender 2023: গ্রামীণ ও আধা-গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমবায় ব্যাঙ্কগুলি।
advertisement
advertisement
লাইসেন্স বাতিলকরণ—২০২৩ আর্থিক বছরে RBI যে ব্যাঙ্কগুলির অনুমোদন বাতিল করেছিল, তার মধ্যে রয়েছে মুধল সমবায় ব্যাঙ্ক, মিল্লাথ সমবায় ব্যাঙ্ক, শ্রী আনন্দ সমবায় ব্যাঙ্ক, রূপী সমবায় ব্যাঙ্ক, ডেকান আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক, সেবা বিকাশ সমবায় ব্যাঙ্ক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাঙ্ক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যেমন ধরা যাক সারস্বত সমবায় ব্যাঙ্ক। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) রয়েছে ৭৫ হাজার কোটি টাকার বেশি। এই পরিমাণ এমনকী কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের (SFB) থেকেও বেশি।২০২১ সালে শিবালিক মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাঙ্ক ভারতের প্রথম শহুরে সমবায় ব্যাঙ্ক হয়ে ওঠে (UCB)। এর পরে SFB-তে রূপান্তরিত হয়ে তা RBI থেকে একটি বাণিজ্যিক ব্যাঙ্কিং লাইসেন্স সংগ্রহ করেছে৷
advertisement
আসলে ভারতের মতো স্বল্প অর্থায়নের দেশে সমবায় ব্যাঙ্কগুলির এখনও বিশেষ করে গ্রামীণ এবং আধা-গ্রামীণ এলাকায় বড় ভূমিকা পালন করে।সেক্ষেত্রে নিয়ন্ত্রক সমবায় ব্যাঙ্কগুলিকে অপারেশন এবং অন্যান্য পরিষেবাগুলিতে অগ্রসর হতে সাহায্য করার জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে পারে। এমনই মনে করেন একাংশের বিশেষজ্ঞ।