SBI-এর ‘এই’ FD স্কিমে যখন খুশি টাকা তোলা যায়, কোনও জরিমানা নেই, উচ্চ হারে সুদও মেলে, দেখুন বিশদে

Last Updated:
অনেকেই জানেন না, এসবিআই-তে এমন ফিক্সড ডিপোজিটও আছে যার কোনও লক ইন পিরিয়ড নেই। যে কোনও সময় টাকা তুলে নেওয়া যায়।
1/8
ফিক্সড ডিপোজিটের পুরো মেয়াদে টাকা লক ইন পিরিয়ডে থাকে। ম্যাচিউরিটির আগে আর তোলা যায় না। সোজা কথায়, এফডিতে বিনিয়োগ মানে টাকা এক জায়গায় আটকে গেল। কেউ যদি মেয়াদ শেষের আগে ভাঙান, তাহলে জরিমানা দিতে হবে।
ফিক্সড ডিপোজিটের পুরো মেয়াদে টাকা লক ইন পিরিয়ডে থাকে। ম্যাচিউরিটির আগে আর তোলা যায় না। সোজা কথায়, এফডিতে বিনিয়োগ মানে টাকা এক জায়গায় আটকে গেল। কেউ যদি মেয়াদ শেষের আগে ভাঙান, তাহলে জরিমানা দিতে হবে।
advertisement
2/8
অনেকেই জানেন না, এসবিআই-তে এমন ফিক্সড ডিপোজিটও আছে যার কোনও লক ইন পিরিয়ড নেই। যে কোনও সময় টাকা তুলে নেওয়া যায়। কোনও জরিমানা দিতে হবে না। সুদও মিলবে ফিক্সড ডিপোজিটের হারেই।
অনেকেই জানেন না, এসবিআই-তে এমন ফিক্সড ডিপোজিটও আছে যার কোনও লক ইন পিরিয়ড নেই। যে কোনও সময় টাকা তুলে নেওয়া যায়। কোনও জরিমানা দিতে হবে না। সুদও মিলবে ফিক্সড ডিপোজিটের হারেই।
advertisement
3/8
এর নাম ‘এসবিআই মাল্টি অপশন ডিপোজিট স্কিম’, সংক্ষেপে MODS। ফিক্সড ডিপোজিটের হারেই সুদ পান গ্রাহকরা। কিন্তু সুবিধা হল, টাকা সবসময় লিকুইড থাকে। অর্থাৎ ম্যাচিউরিটির আগে যে কোনও সময় জরিমানা ছাড়াই টাকা তুলে নেওয়া যায়।
এর নাম ‘এসবিআই মাল্টি অপশন ডিপোজিট স্কিম’, সংক্ষেপে MODS। ফিক্সড ডিপোজিটের হারেই সুদ পান গ্রাহকরা। কিন্তু সুবিধা হল, টাকা সবসময় লিকুইড থাকে। অর্থাৎ ম্যাচিউরিটির আগে যে কোনও সময় জরিমানা ছাড়াই টাকা তুলে নেওয়া যায়।
advertisement
4/8
MODS স্কিমে টাকা তোলার জন্য ব্যঙ্কেও যেতে হবে না। এটিএম থেকেই তুলে নেওয়া যায়। আবার চেকের মাধ্যমেও টাকা তোলা যায়। যেভাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা টাকা তোলেন, একদম সেভাবেই। প্রয়োজন পড়লে যতটা দরকার তত টাকা তুলে নিতে পারেন গ্রাহকরা।
MODS স্কিমে টাকা তোলার জন্য ব্যঙ্কেও যেতে হবে না। এটিএম থেকেই তুলে নেওয়া যায়। আবার চেকের মাধ্যমেও টাকা তোলা যায়। যেভাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা টাকা তোলেন, একদম সেভাবেই। প্রয়োজন পড়লে যতটা দরকার তত টাকা তুলে নিতে পারেন গ্রাহকরা।
advertisement
5/8
সাধারণত কোনও ফিক্সড ডিপোজিট ম্যাচিউর করলে পুরো টাকাই তুলে নিতে হয়। কিন্তু এসবিআই মাল্টি অপশন ডিপোজিট স্কিমে এমনটা করার প্রয়োজন নেই। গ্রাহক তাঁর প্রয়োজন অনুযায়ী টাকা তুলে বাকিটা অ্যাকাউন্টে রেখে দিতে পারেন। তখন ওই টাকার উপর ফিক্সড ডিপোজিটের হারে সুদ মিলতে থাকবে।
সাধারণত কোনও ফিক্সড ডিপোজিট ম্যাচিউর করলে পুরো টাকাই তুলে নিতে হয়। কিন্তু এসবিআই মাল্টি অপশন ডিপোজিট স্কিমে এমনটা করার প্রয়োজন নেই। গ্রাহক তাঁর প্রয়োজন অনুযায়ী টাকা তুলে বাকিটা অ্যাকাউন্টে রেখে দিতে পারেন। তখন ওই টাকার উপর ফিক্সড ডিপোজিটের হারে সুদ মিলতে থাকবে।
advertisement
6/8
মাল্টি অপশন ডিপোজিট স্কিমে ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যায়। একইভাবে ১০০০ টাকার গুণিতকে টাকা তুলতেও পারেন গ্রাহক। তবে মাত্র একবারই টাকা তোলা যাবে এমনটা নয়। ১০০০ টাকা গুণিতকে গ্রাহক একাধিকবার টাকা তুলতে পারেন।
মাল্টি অপশন ডিপোজিট স্কিমে ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যায়। একইভাবে ১০০০ টাকার গুণিতকে টাকা তুলতেও পারেন গ্রাহক। তবে মাত্র একবারই টাকা তোলা যাবে এমনটা নয়। ১০০০ টাকা গুণিতকে গ্রাহক একাধিকবার টাকা তুলতে পারেন।
advertisement
7/8
এসবিআইয়ের MODS স্কিমে ১ বছর থেকে ৫ বছর মেয়াদে বিনিয়োগ করা যায়। মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা। ১ থেকে ২ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৮ শতাংশ, ২ থেকে ৩ বছর মেয়াদে ৭ শতাংশ, ৩ থেকে ৫ বছর মেয়াদে ৬.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পান। এই স্কিমে নমিনি রাখার সুবিধাও রয়েছে।
এসবিআইয়ের MODS স্কিমে ১ বছর থেকে ৫ বছর মেয়াদে বিনিয়োগ করা যায়। মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা। ১ থেকে ২ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৮ শতাংশ, ২ থেকে ৩ বছর মেয়াদে ৭ শতাংশ, ৩ থেকে ৫ বছর মেয়াদে ৬.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পান। এই স্কিমে নমিনি রাখার সুবিধাও রয়েছে।
advertisement
8/8
গ্রাহক চাইলে MODS অ্যাকাউন্ট অন্য ব্রাঞ্চে ট্রান্সফারও করিয়ে নিতে পারেন। তবে এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সেভিংস অ্যাকাউন্টে নির্দিষ্ট মাসিক গড় ব্যালেন্স বজায় রাখা প্রয়োজন। এই স্কিমে অনলাইনেও বিনিয়োগ করা যায়। তবে প্রাপ্ত সুদের উপর কর দিতে হয়।
গ্রাহক চাইলে MODS অ্যাকাউন্ট অন্য ব্রাঞ্চে ট্রান্সফারও করিয়ে নিতে পারেন। তবে এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সেভিংস অ্যাকাউন্টে নির্দিষ্ট মাসিক গড় ব্যালেন্স বজায় রাখা প্রয়োজন। এই স্কিমে অনলাইনেও বিনিয়োগ করা যায়। তবে প্রাপ্ত সুদের উপর কর দিতে হয়।
advertisement
advertisement
advertisement