SBI-এর ‘এই’ FD স্কিমে যখন খুশি টাকা তোলা যায়, কোনও জরিমানা নেই, উচ্চ হারে সুদও মেলে, দেখুন বিশদে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই জানেন না, এসবিআই-তে এমন ফিক্সড ডিপোজিটও আছে যার কোনও লক ইন পিরিয়ড নেই। যে কোনও সময় টাকা তুলে নেওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এসবিআইয়ের MODS স্কিমে ১ বছর থেকে ৫ বছর মেয়াদে বিনিয়োগ করা যায়। মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা। ১ থেকে ২ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৮ শতাংশ, ২ থেকে ৩ বছর মেয়াদে ৭ শতাংশ, ৩ থেকে ৫ বছর মেয়াদে ৬.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পান। এই স্কিমে নমিনি রাখার সুবিধাও রয়েছে।
advertisement