কেন্দ্র সরকারের তরফে পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানো কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ তবে অন্যদিকে হু হু করে বাড়তে থাকা অশোধিত তেলের দামের জেরে ফের তেল সংস্থাগুলির উপর চাপ বাড়ছে ৷ অশোধিত তেলের দাম বাড়লেও বুধবার অর্থাৎ আজ পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে তেল সংস্থাগুলি ৷
গ্লোবাল মার্কেটে এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার পেরিয়ে গিয়েছে ৷ এর আগেই বলা হয়েছিল যে ক্রুডের দাম ১১০ ডলার প্রতি ব্যারেল পেরিয়ে গেলে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকবে ৷ তবে এখনও জ্বালানির দাম স্থির রয়েছে ৷ দেশের বাজারে কেন্দ্রের পাশাপাশি বেশ কিছু রাজ্য ভ্যাট কমানোয় বেশ অনেকটাই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের ৷ বর্তমানে দিল্লিতে পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ১০৯.২৭ টাকা হিসেবে বিক্রি হচ্ছে ৷ মহারাষ্ট্র সরকার পেট্রোলের উপর ২.০৮ টাকা এবং ডিজেলে ১.৪৪ টাকা ভ্যাট কমিয়েছে ৷ এর আগে মার্চ-এপ্রিল মাসে তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ১০.২০ টাকা বৃদ্ধি করেছিল ৷
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷