১০ বছরের পুরনো Aadhaar Card বাতিল হয়ে যাচ্ছে? ১৪ জুনের সময়সীমা দেওয়া হচ্ছে কেন?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Aadhaar Card Update: এখন জেনে নেওয়া যাক কত ধরনের আধার কার্ড রয়েছে।
advertisement
UIDAI বিনামূল্যে অনলাইনে আধার আপডেটের সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। সোজা কথায়, ১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। এর সঙ্গে বৈধ বা অবৈধ হওয়ার কোনও সম্পর্ক নেই। UIDAI জানিয়েছে, সব ধরনের আধার কার্ড সম্পূর্ণ বৈধ এবং আইডি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এখন জেনে নেওয়া যাক কত ধরনের আধার কার্ড রয়েছে।
advertisement
UIDAI বিনামূল্যে অনলাইনে আধার আপডেটের সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। সোজা কথায়, ১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। এর সঙ্গে বৈধ বা অবৈধ হওয়ার কোনও সম্পর্ক নেই। UIDAI জানিয়েছে, সব ধরনের আধার কার্ড সম্পূর্ণ বৈধ এবং আইডি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এখন জেনে নেওয়া যাক কত ধরনের আধার কার্ড রয়েছে।
advertisement
advertisement
আধার পিভিসি কার্ড: আধার পিভিসি কার্ড হল আধারের নতুন সংস্করণ। এই আধার কার্ড পিভিসি ভিত্তিক। সাধারণ আধার কার্ডের চেয়ে মজবুত, সহজে ছেঁড়ে না। এতে ডিজিটাল স্বাক্ষরিত আধার সুরক্ষিত কিউআর কোড, একটি ফটো এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য রয়েছে। এটি স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়। ৫০ টাকা ফি দিয়ে uidai.gov.in বা Resident.uidai.gov.in-এ গিয়ে আধার পিভিসি কার্ড করানো যায়।
advertisement
advertisement









