Bank Strike: আগামিকাল ও পরশু কী দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে ? জেনে নিন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Bank Strike: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (CTU) আর কিছু অন্য সংগঠন মিলে ২৩ আর ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করেছিল।
ট্রেড ইউনিয়নের তরফে ২৩-২৪ ফেব্রুয়ারিতে ডাকা প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট ২৮-২৯ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ৷ একটি বয়ানে ট্রেড ইউনিয়নের তরফে জানানো হয়েছে সরকারের নীতির বিরুদ্ধে ২৩-২৪ ফেব্রুয়ারিতে দেশব্যাপী ব্যাঙ্ক স্ট্রাইক আপাতত স্থগিত রাখা হয়েছে ৷ কোভিডের তৃতীয় ঢেউ ও বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ব্যাঙ্ক স্ট্রাইক আপাতত এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে ৷
advertisement
advertisement
এর আগে সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের পরিকল্পনার বিরোধিতা করে ব্যাঙ্ক ইউনিয়নগুলি গত ১৬ আর ১৭ ডিসেম্বর ধর্মঘট করেছিল। এবার ফেব্রুয়ারি মাসে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (CTU) আর কিছু অন্য সংগঠন মিলে ২৩ আর ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করেছিল। এখানে দেশের সমস্ত সরকারি আর বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা সামিল হবেন বলে জানানো হয়েছিল ।
advertisement