গৃহবধূদেরও করাতে হবে PAN-আধার লিঙ্ক ? জেনে নিন

Last Updated:
কোনও ছাত্র বা কোনও প্রবীণ নাগরিক, যাঁদের কোনও আয়ের উৎস নেই, PAN-ও নেই, তাদের ক্ষেত্রেই বা নিয়মটা ঠিক কী! জেনে নেওয়া যাক বিস্তারিত—
1/6
আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ভারতের সমস্ত নাগরিককে PAN ও আধার লিঙ্ক করিয়ে ফেলতে হবে। যদিও কিছু ক্ষেত্রে রয়েছে শিথিলতা। কিন্তু বেশির ভাগ নাগরিককেই এই সংযুক্তি করাতে হবে। এনিয়ে অনেকর মধ্যেই দ্বিধা তৈরি হয়েছে। যেমন ধরা যাক, উপার্জনহীন গৃহবধূদেরও কি এই সংযুক্তি করানো বাধ্যতামূলক! কোনও ছাত্র বা কোনও প্রবীণ নাগরিক, যাঁদের কোনও আয়ের উৎস নেই, PAN-ও নেই, তাদের ক্ষেত্রেই বা নিয়মটা ঠিক কী! জেনে নেওয়া যাক বিস্তারিত—
আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ভারতের সমস্ত নাগরিককে PAN ও আধার লিঙ্ক করিয়ে ফেলতে হবে। যদিও কিছু ক্ষেত্রে রয়েছে শিথিলতা। কিন্তু বেশির ভাগ নাগরিককেই এই সংযুক্তি করাতে হবে। এনিয়ে অনেকর মধ্যেই দ্বিধা তৈরি হয়েছে। যেমন ধরা যাক, উপার্জনহীন গৃহবধূদেরও কি এই সংযুক্তি করানো বাধ্যতামূলক! কোনও ছাত্র বা কোনও প্রবীণ নাগরিক, যাঁদের কোনও আয়ের উৎস নেই, PAN-ও নেই, তাদের ক্ষেত্রেই বা নিয়মটা ঠিক কী! জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
2/6
আয়কর আইন ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এএএ ধারা অনুযায়ী, ১ জুলাই, ২০১৭ সালের পর থেকে যাঁরা আধার কার্ড পাওয়ার যোগ্য, তাঁরা যদি PAN-এর জন্য আবেদন করতে চান, বা আয়কর রিটার্ন দেওয়ার সময় আধার নম্বর উল্লেখ করতেই হবে।
আয়কর আইন ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এএএ ধারা অনুযায়ী, ১ জুলাই, ২০১৭ সালের পর থেকে যাঁরা আধার কার্ড পাওয়ার যোগ্য, তাঁরা যদি PAN-এর জন্য আবেদন করতে চান, বা আয়কর রিটার্ন দেওয়ার সময় আধার নম্বর উল্লেখ করতেই হবে।
advertisement
3/6
কোনও ব্যক্তি বা সংস্থার করযোগ্য আয় থাকলেই PAN প্রয়োজন হয়। আবার কিছু কিছু লেনদেনের ক্ষেত্রেও PAN উল্লেখ করা প্রয়োজন। সেই হিসেবে ধরতে গেলে ছাত্র, উপার্জনহীন গৃহবধূ, করযোগ্য আয়হীন যে কোনও মানুষ, যাঁদের PAN নেই, তাঁদের আধারের সঙ্গে তা লিঙ্ক করানোর প্রয়োজনও নেই।
কোনও ব্যক্তি বা সংস্থার করযোগ্য আয় থাকলেই PAN প্রয়োজন হয়। আবার কিছু কিছু লেনদেনের ক্ষেত্রেও PAN উল্লেখ করা প্রয়োজন। সেই হিসেবে ধরতে গেলে ছাত্র, উপার্জনহীন গৃহবধূ, করযোগ্য আয়হীন যে কোনও মানুষ, যাঁদের PAN নেই, তাঁদের আধারের সঙ্গে তা লিঙ্ক করানোর প্রয়োজনও নেই।
advertisement
4/6
কিন্তু বিষয় হল, কোনও না কোনও পর্যায়ে গিয়ে PAN প্রয়োজন হলে সমস্যায় পড়তে হতে পারে। যদি কোনও নাগরিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন, বিনিয়োগ করতে চান বা কোনও আর্থিক লেনদেনে জড়াতে চান, তাহলেই PAN-এর প্রয়োজন হবে। তা সেই ব্যক্তির কোনও আয়ের উৎস থাক, বা না-থাক। ফলে তাঁদের ক্ষেত্রেও ৩১ মার্চ, ২০২৩ তারিখের পর PAN-এর সঙ্গে সংযুক্ত আধার নম্বর লাগবে। যাঁদের ইতিমধ্যেই PAN রয়েছে, তাঁদের PAN নিষ্ক্রিয় হয়ে যাবে যদি আধার লিঙ্ক না করানো হয়। এই সময়সীমার পর PAN-আধার লিঙ্ক করাতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
কিন্তু বিষয় হল, কোনও না কোনও পর্যায়ে গিয়ে PAN প্রয়োজন হলে সমস্যায় পড়তে হতে পারে। যদি কোনও নাগরিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন, বিনিয়োগ করতে চান বা কোনও আর্থিক লেনদেনে জড়াতে চান, তাহলেই PAN-এর প্রয়োজন হবে। তা সেই ব্যক্তির কোনও আয়ের উৎস থাক, বা না-থাক। ফলে তাঁদের ক্ষেত্রেও ৩১ মার্চ, ২০২৩ তারিখের পর PAN-এর সঙ্গে সংযুক্ত আধার নম্বর লাগবে। যাঁদের ইতিমধ্যেই PAN রয়েছে, তাঁদের PAN নিষ্ক্রিয় হয়ে যাবে যদি আধার লিঙ্ক না করানো হয়। এই সময়সীমার পর PAN-আধার লিঙ্ক করাতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
advertisement
5/6
যাঁদের ইতিমধ্যেই PAN রয়েছে, তাঁদের PAN নিষ্ক্রিয় হয়ে যাবে যদি আধার লিঙ্ক না করানো হয়। এই সময়সীমার পর PAN-আধার লিঙ্ক করাতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সংযুক্তিতে শিথিলতা আনা হয়েছে, যেমন—
যাঁদের ইতিমধ্যেই PAN রয়েছে, তাঁদের PAN নিষ্ক্রিয় হয়ে যাবে যদি আধার লিঙ্ক না করানো হয়। এই সময়সীমার পর PAN-আধার লিঙ্ক করাতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সংযুক্তিতে শিথিলতা আনা হয়েছে, যেমন—
advertisement
6/6
১. ভারতের নাগরিক নয় এমন ব্যক্তি। ২. ২০২২-২৩ অর্থবর্ষে যেসব নাগরিকের বয় ৮০ বছর বা তার বেশি। ৩. জম্মু ও কাশ্মীর, মেঘালয় এবং অসমের বাসিন্দা। ৪. আনাবাসী ভারতীয় করদাতা এই চার শ্রেণির ক্ষেত্রে PAN-আধার লিঙ্ক করানো এখনি বাধ্যতামূলক নয়।
১. ভারতের নাগরিক নয় এমন ব্যক্তি। ২. ২০২২-২৩ অর্থবর্ষে যেসব নাগরিকের বয় ৮০ বছর বা তার বেশি। ৩. জম্মু ও কাশ্মীর, মেঘালয় এবং অসমের বাসিন্দা। ৪. আনাবাসী ভারতীয় করদাতা এই চার শ্রেণির ক্ষেত্রে PAN-আধার লিঙ্ক করানো এখনি বাধ্যতামূলক নয়।
advertisement
advertisement
advertisement