Gold Price: ধনতেরসের সময়ে সোনার দাম কি বাড়বে না কমবে ? এখুনি জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সোনায় বিনিয়োগ করার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। ধনতেরসের সময় সোনার মূল্য কত হতে পারে এখন সেটাই বড় প্রশ্ন।
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম, সারা দেশ জুড়ে। দীপাবলির আগে কৃষ্ণত্রয়োদশী তিথিকে এখন উত্তর-পশ্চিম ভারতের সঙ্গে সারা দেশেই ধনতেরস হিসেবে পালন করা হয়। মনে করা হয় এই দিনে ধনদেবতা কুবের এবং দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে ধনৈশ্বর্য লাভ করা যায়। এই দিনে সোনা, রুপো এবং অন্য ধাতু কেনার প্রতি মানুষের ঝোঁক বেড়েছে গত কয়েক বছরে।
advertisement
advertisement
advertisement
advertisement
স্বর্ণমুদ্রার দাম: সাধারণত ধনতেরসে সব থেকে বেশি চাহিদা থাকে স্বর্ণমুদ্রার। বিশেষজ্ঞরা মনে করছেন এই বছর প্রায় ২ শতাংশ বাড়তে পারে স্বর্ণমুদ্রার দাম। শুধু তো ধনতেরস নয়। আসলে দীপাবলির পরই অগ্রহায়ণ মাসে শুরু হবে বিবাহ মরশুম। তাই সোনার চাহিদা ক্রমশ বাড়বে। ভারতে এই সময় সোনার জোগান কম থাকায় দাম বাড়ছে।
advertisement
বিনিয়োগের সময়: ভারতে সোনার বাজার বাড়ছে। সূত্রের খবর বেশ কিছু সংস্থা নতুন করে কাজ শুরু করতে চাইছে। ক্রমশ দাম বাড়ছে তাই বোঝাই যাচ্ছে এই সময় বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে ভাল লাভ পাওয়া সম্ভব হবে। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এই বছর ভারতের ক্রেতাদের কাছে ১০ শতাংশ কম সোনা থাকছে। দীপাবলি ও ধনতেরসের জন্য প্রতি বছর কয়েক টন সোনা রাখা হলেও এবার তার পরিমাণ খুব কম।
advertisement