করানো হয়নি e-KYC, তাহলে কি আর পাবেন না PM Kisan যোজনার টাকা ? জেনে নিন নিয়ম

Last Updated:
ই-কেওয়াইসি করা কতটা জরুরি ?
1/6
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৫তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষকরা ৷ কবে আসবে টাকা ? এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনও নির্দিষ্টা দিন বা তারিখ জানানো হয়নি ৷ কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই এই যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৫তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষকরা ৷ কবে আসবে টাকা ? এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনও নির্দিষ্টা দিন বা তারিখ জানানো হয়নি ৷ কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই এই যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার ৷
advertisement
2/6
এই যোজনায় চাষীদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য অবশ্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয় ৷ সম্প্রতি সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, এই সুবিধা পেতে হলে সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷
এই যোজনায় চাষীদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য অবশ্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয় ৷ সম্প্রতি সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, এই সুবিধা পেতে হলে সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷
advertisement
3/6
ই-কেওয়াইসি করা কতটা জরুরি ?
ই-কেওয়াইসি করা কতটা জরুরি ?
advertisement
4/6
ই-কেওয়াইসি করা কৃষকদের জন্য বাধ্যতামূলক ৷ আপনি যোজনার সঙ্গে বর্তমানে যুক্ত হয়ে থাকুন বা আগে থেকেই যোজনার সুবিধা নিয়ে থাকলেও করাতে হবে ই-কেওয়াইসি ৷ এমনটাই জানিয়েছে সরকার ৷ না হলে মিলবে না যোজনার সুবিধা ৷
ই-কেওয়াইসি করা কৃষকদের জন্য বাধ্যতামূলক ৷ আপনি যোজনার সঙ্গে বর্তমানে যুক্ত হয়ে থাকুন বা আগে থেকেই যোজনার সুবিধা নিয়ে থাকলেও করাতে হবে ই-কেওয়াইসি ৷ এমনটাই জানিয়েছে সরকার ৷ না হলে মিলবে না যোজনার সুবিধা ৷
advertisement
5/6
কী ভাবে করবেন ই-কেওয়াইসি ?
কী ভাবে করবেন ই-কেওয়াইসি ?
advertisement
6/6
নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে করানো যেতে পারে ই-কেওয়াইসি ৷ এর জন্য নিয়ে যেতে হবে আধার কার্ড ৷ এছাড়া আপনি পিএম কিষানের পোর্টালে (pmkisan.gov.in) গিয়ে  নিজেই ই-কেওয়াইসি করিয়ে নিতে পারবেন ৷
নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে করানো যেতে পারে ই-কেওয়াইসি ৷ এর জন্য নিয়ে যেতে হবে আধার কার্ড ৷ এছাড়া আপনি পিএম কিষানের পোর্টালে (pmkisan.gov.in) গিয়ে নিজেই ই-কেওয়াইসি করিয়ে নিতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement