Bank Holidays: শিবরাত্রির দিন কি সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকছে? দেখে নিন চলতি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল যে, যদি একটি মাসে পঞ্চম শনিবার থাকে, তবে সেই দিনেও ব্যাঙ্কিং কার্যক্রম যথারীতি পরিচালিত হয়।
advertisement
সাধারণত প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যতীত অন্যান্য শনিবারগুলি সাধারণত ব্যাঙ্ক ছুটির দিন হিসাবে মনোনীত হয় না। ফলস্বরূপ, প্রথম এবং তৃতীয় শনিবার নিয়মিত ব্যাঙ্কিং কার্যক্রম চলে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালযে, যদি একটি মাসে পঞ্চম শনিবার থাকে, তবে সেই দিনেও ব্যাঙ্কিং কার্যক্রম যথারীতি পরিচালিত হয়। একই ভাবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-ও অন্যান্য জাতীয় ব্যাঙ্কগুলির মতো এই দিন খোলা থাকবে।
advertisement
অনলাইন ব্যাঙ্কিংযে দিনগুলিতে ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চ সীমিত সময়ের জন্য খোলা বা বন্ধ থাকে, সেই দিনগুলিতেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাগুলি ২৪ ঘণ্টা এবং ৭ দিনই অ্যাক্সেসযোগ্য থাকে। এটি গ্রাহকদের ব্যাঙ্কের সময়সূচি বা ছুটির দিন নির্বিশেষে যে কোনও সময় তাদের মানি ট্রান্সফার পরিচালনা করার সুবিধা প্রদান করে।
advertisement
advertisement
২০২৪ সালের মার্চ মাসে ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হল:জাতীয় ছুটির দিন:
১ মার্চ: চাপচার কুট (মিজোরাম)
৮ মার্চ: মহাশিবরাত্রি (ত্রিপুরা, মিজোরাম, তামিলনাড়ু, সিকিম, অসম, মণিপুর, ইটানগর, রাজস্থান, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, গোয়া, বিহার, মেঘালয় বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল)
২৫ মার্চ: হোলি (কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরল, নাগাল্যান্ড, বিহার, শ্রীনগর বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল)
২৯ মার্চ : গুড ফ্রাইডে (ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ বাদে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল)
advertisement
advertisement