যে কোনও ইলেকট্রনিক পণ্যে এবার থেকে QR কোড, বিশেষ কী সুবিধা পাবেন ক্রেতা?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
মন্ত্রকের নির্দেশে এবার থেকে দেশে সব ইলেকট্রনিক পণ্যের বাক্সে কিউআর কোড থাকা বাধ্যতামূলক।
advertisement
advertisement
advertisement
advertisement
বিষয়টাকে হালকাভাবে নিলে চলবে না। পণ্য কিনে তা খারাপ দেখা গেলে টাকা ফেরত পাওয়া বা পণ্য বদলে নেওয়ার সুযোগ সব সময়েই থাকে ক্রেতার কাছে। কিন্তু তারও আগে তাঁর পণ্যটির সম্পর্কে সব কিছু তথ্য জানা একান্ত প্রয়োজন, সেক্ষেত্রে তাঁর বস্তুটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়, বিক্রেতাও থাকতে পারেন পুরোদস্তুর স্বচ্ছ।
advertisement
advertisement
কেন না, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্যই এই ধরনের ইলেকট্রনিক পণ্যের বাক্সের গায়ে উল্লেখ করা থাকে, বাকি কিছু থাকে না। সেই সমস্যা মেটাবে এই কিউআর কোড, তা স্ক্যান করে ক্রেতা সংশ্লিষ্ট পণ্য নিয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। উল্লেখ না করলেই নয়- নির্মাতার ফোন নম্বর এবং মেল আইডিকে এই তথ্যের আওতার বাইরে রাখা হয়েছে।