SSY না SIP- কন্যাসন্তানের জন্য কোন স্কিম সেরা বিকল্প? জানুন সমস্ত খুঁটিনাটি
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
SIP vs SSY: সেভাবে দেখলে SSY এবং SIP, দুটিই বিনিয়োগের বেশ ভাল মাধ্যম। এবার এদের মধ্যে থেকে যদি কন্যাসন্তানের পিতা বা মাতাকে যে কোনও একটি বেছে নিতে বলা হয়, তাঁরা সমস্যায় তো পড়বেনই!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্য দিকে, SIP-তে বিনিয়োগ করলে প্রতি বছরে ১২% হারে সুদ পাওয়া যেতে পারে।কিন্তু, SIP-তে বিনিয়োগের ক্ষেত্রে একটি কথা মাথায় রাখা প্রয়োজন। এখানে সুদের হার বাজারের ওঠানামার উপরে নির্ভর করে।SIP-তে প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করলে ১৫ বছর পরে মোট ২৫.২২ লাখ টাকা পাওয়া যেতে পারে।SSY-তে রিটার্ন সুরক্ষিত এবং ট্যাক্স ফ্রি, কিন্তু SIP-তে রিটার্ন বাজারের উপরে নির্ভর করে।SSY-তে বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স ছাড়, স্থির সুদ এবং গ্যারান্টিযুক্ত রিটার্নের সুবিধা পাওয়া যেতে পারে।যদিও, SIP-তে হাই রিটার্ন এবং টাকার কস্ট এভারেজিংয়ের সুবিধা পাওয়া যেতে পারে।
advertisement
advertisement







