LIC-র প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিলে কী হবে? কোনও টাকা কি পাবেন না পুরোটাই জলে ?

Last Updated:
বিমার প্রিমিয়াম দিতে না পারলে কী করা উচিত? দেখে নেওয়া যাক এক ঝলকে!
1/12
জীবন বিমা করা থাকলে নিশ্চিন্তি অনেক দিক থেকেই। দুর্ঘটনা বা অন্য কোনও কারণে অকাল মৃত্যু হলেও পরিবার ভেসে যাবে না।
জীবন বিমা করা থাকলে নিশ্চিন্তি অনেক দিক থেকেই। দুর্ঘটনা বা অন্য কোনও কারণে অকাল মৃত্যু হলেও পরিবার ভেসে যাবে না।
advertisement
2/12
কিন্তু সময়ে প্রিমিয়াম জমা দিলে তবেই এই সুবিধা পাওয়া যায়। যদি কেউ বিমার প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন তাহলে প্রয়োজনের সময় বিমা কোম্পানিও হাত তুলে নেবে।
কিন্তু সময়ে প্রিমিয়াম জমা দিলে তবেই এই সুবিধা পাওয়া যায়। যদি কেউ বিমার প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন তাহলে প্রয়োজনের সময় বিমা কোম্পানিও হাত তুলে নেবে।
advertisement
3/12
প্রথমে জেনে নেওয়া যাক জীবন বিমা কী? জীবন বিমা হল, ব্যক্তি এবং বিমা কোম্পানির মধ্যে চুক্তি। এই চুক্তি অনুযায়ী, ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যুতে কোম্পানি তাঁর পরিবারকে অর্থপ্রদান করবে।
প্রথমে জেনে নেওয়া যাক জীবন বিমা কী? জীবন বিমা হল, ব্যক্তি এবং বিমা কোম্পানির মধ্যে চুক্তি। এই চুক্তি অনুযায়ী, ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যুতে কোম্পানি তাঁর পরিবারকে অর্থপ্রদান করবে।
advertisement
4/12
সুতরাং জীবন বিমা নিশ্চিত করে ব্যক্তির মৃত্যুর পর তাঁর প্রিয়জন এবং পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু জীবন বিমার প্রিমিয়াম বন্ধ করে দেওয়ার অর্থ হল, পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলা।
সুতরাং জীবন বিমা নিশ্চিত করে ব্যক্তির মৃত্যুর পর তাঁর প্রিয়জন এবং পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু জীবন বিমার প্রিমিয়াম বন্ধ করে দেওয়ার অর্থ হল, পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলা।
advertisement
5/12
বিমা পলিসি কিনলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে। বিনিময়ে বিমা কোম্পানি পলিসির শর্ত অনুযায়ী ক্ষতির জন্য কভারেজ প্রদান করবে। 
বিমা পলিসি কিনলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে। বিনিময়ে বিমা কোম্পানি পলিসির শর্ত অনুযায়ী ক্ষতির জন্য কভারেজ প্রদান করবে। 
advertisement
6/12
প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিলে পলিসিও বন্ধ হয়ে যেতে পারে। গোটাটাই বিমা কোম্পানির পাশাপাশি পলিসির শর্তাবলীর উপর নির্ভর করে।
প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিলে পলিসিও বন্ধ হয়ে যেতে পারে। গোটাটাই বিমা কোম্পানির পাশাপাশি পলিসির শর্তাবলীর উপর নির্ভর করে।
advertisement
7/12
যেমন টার্ম লাইন ইনস্যুরেন্স পলিসির ক্ষেত্রে যদি পলিসি হোল্ডার নির্ধারিত তারিখের মধ্যে প্রিমিয়াম জমা দিতে না পারেন তাহলে পলিসি বন্ধ হয়ে যাবে। সেই পলিসি থেকে কোনও সুযোগ-সুবিধাও পাওয়া যাবে না।
যেমন টার্ম লাইন ইনস্যুরেন্স পলিসির ক্ষেত্রে যদি পলিসি হোল্ডার নির্ধারিত তারিখের মধ্যে প্রিমিয়াম জমা দিতে না পারেন তাহলে পলিসি বন্ধ হয়ে যাবে। সেই পলিসি থেকে কোনও সুযোগ-সুবিধাও পাওয়া যাবে না।
advertisement
8/12
এই পলিসিতে এতদিন যে টাকা জমা পড়েছে তা একটি বিচ্ছিন্ন তহবিলে স্থানান্তরিত হবে এবং লক ইন পিরিয়ডের পর সেই টাকা তোলা যাবে।
এই পলিসিতে এতদিন যে টাকা জমা পড়েছে তা একটি বিচ্ছিন্ন তহবিলে স্থানান্তরিত হবে এবং লক ইন পিরিয়ডের পর সেই টাকা তোলা যাবে।
advertisement
9/12
আইআরডিএআই-এর নির্দেশিকা অনুযায়ী বিমা কোম্পানিগুলি সাধারণত ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেয়। গ্রেস পিরিয়ডে ইনস্যুরেন্স পলিসি বলবৎ থাকে এবং এই সময়ে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার বিমার টাকা দাবি করতে পারেন।
আইআরডিএআই-এর নির্দেশিকা অনুযায়ী বিমা কোম্পানিগুলি সাধারণত ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেয়। গ্রেস পিরিয়ডে ইনস্যুরেন্স পলিসি বলবৎ থাকে এবং এই সময়ে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার বিমার টাকা দাবি করতে পারেন।
advertisement
10/12
বিমার প্রিমিয়াম দিতে না পারলে কী করা উচিত: দেখতে হবে পলিসিতে এখনও পর্যন্ত যে প্রিমিয়াম জমা পড়েছে তা নগদ করা যাবে কি না। এক্ষেত্রে কোম্পানি কোনও সুযোগ-সুবিধা দেবে না। উপরন্তু যে পরিমাণ নগদ পাওয়া যাবে তার উপর নির্ভর করে কিছু কর দিতে হতে পারে।
বিমার প্রিমিয়াম দিতে না পারলে কী করা উচিত: দেখতে হবে পলিসিতে এখনও পর্যন্ত যে প্রিমিয়াম জমা পড়েছে তা নগদ করা যাবে কি না। এক্ষেত্রে কোম্পানি কোনও সুযোগ-সুবিধা দেবে না। উপরন্তু যে পরিমাণ নগদ পাওয়া যাবে তার উপর নির্ভর করে কিছু কর দিতে হতে পারে।
advertisement
11/12
প্রিমিয়াম চালিয়ে যেতে না পারলে কিছু বিমা কোম্পানি ‘রিডিউসড পেড আপ’ বিকল্প দেয়। এতে পলিসিহোল্ডার বিমা বন্ধ না করে প্রিমিয়াম দেওয়া বন্ধ করতে পারেন। কিন্তু সেই সময় পর্যন্ত যত প্রিমিয়াম দেওয়া হয়েছে তার উপর নির্ভর করে সুবিধাগুলি হ্রাস পাবে।
প্রিমিয়াম চালিয়ে যেতে না পারলে কিছু বিমা কোম্পানি ‘রিডিউসড পেড আপ’ বিকল্প দেয়। এতে পলিসিহোল্ডার বিমা বন্ধ না করে প্রিমিয়াম দেওয়া বন্ধ করতে পারেন। কিন্তু সেই সময় পর্যন্ত যত প্রিমিয়াম দেওয়া হয়েছে তার উপর নির্ভর করে সুবিধাগুলি হ্রাস পাবে।
advertisement
12/12
উপরে উল্লিখিত দুটি বিকল্প বেছে না নিলে গ্রেস পিরিয়ডের পর পলিসি বন্ধ হয়ে যাবে। অবশ্য বিমা কোম্পানিগুলি লেট ফি, রিনিউয়াল ফি এবং জরিমানা দিয়ে পলিসি পুনরায় শুরু করার অনুমতি দেয়।
উপরে উল্লিখিত দুটি বিকল্প বেছে না নিলে গ্রেস পিরিয়ডের পর পলিসি বন্ধ হয়ে যাবে। অবশ্য বিমা কোম্পানিগুলি লেট ফি, রিনিউয়াল ফি এবং জরিমানা দিয়ে পলিসি পুনরায় শুরু করার অনুমতি দেয়।
advertisement
advertisement
advertisement