Pan Aadhaar Link: শেষ দিনে এখনও করাননি প্যান-আধার লিঙ্ক? না করালে সম্মুখীন হবেন একাধিক সমস্যার

Last Updated:
Pan Aadhaar Link: সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটির জারি করা সার্কুলার অনুযায়ী প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন ২০২৩। আয়কর আইন অনুযায়ী পয়লা জুলাই ২০১৭ পর্যন্ত প্যান বরাদ্দ করা প্রত্যেক ব্যক্তির প্যান-আধার লিঙ্ক করতেই হবে।
1/5
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটির জারি করা সার্কুলার অনুযায়ী প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন ২০২৩। আয়কর আইন অনুযায়ী পয়লা জুলাই ২০১৭ পর্যন্ত প্যান বরাদ্দ করা প্রত্যেক ব্যক্তির প্যান-আধার লিঙ্ক করতেই হবে।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটির জারি করা সার্কুলার অনুযায়ী প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন ২০২৩। আয়কর আইন অনুযায়ী পয়লা জুলাই ২০১৭ পর্যন্ত প্যান বরাদ্দ করা প্রত্যেক ব্যক্তির প্যান-আধার লিঙ্ক করতেই হবে।
advertisement
2/5
সার্কুলারে সিবিডিটি জানিয়ে দিয়েছ ৩০ জুন ২০২৩-এর পর প্যান-আধার লিঙ্কের সময়সীমা আর বাড়ানো হবে না। এরপর যারা লিঙ্ক করাবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রীয় করে দেওয়া হবে। সঙ্গে আরও একাধিক সমস্যার সম্মুখীন হবেন তারা।
সার্কুলারে সিবিডিটি জানিয়ে দিয়েছ ৩০ জুন ২০২৩-এর পর প্যান-আধার লিঙ্কের সময়সীমা আর বাড়ানো হবে না। এরপর যারা লিঙ্ক করাবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রীয় করে দেওয়া হবে। সঙ্গে আরও একাধিক সমস্যার সম্মুখীন হবেন তারা।
advertisement
3/5
যারা ৩০ জুনের মধ্যে প্যান আধার লিঙ্ক করাবেন না তারা নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। বাকি থাকা রিটার্ন প্রক্রিয়া কার্যকরী হবে না। রিফান্ডও করা যাবে না। এছাড়াও ওউ সকল ব্যক্তিদের উপর উচ্চহারে টিডিএস লাগু করা হবে।
যারা ৩০ জুনের মধ্যে প্যান আধার লিঙ্ক করাবেন না তারা নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। বাকি থাকা রিটার্ন প্রক্রিয়া কার্যকরী হবে না। রিফান্ডও করা যাবে না। এছাড়াও ওউ সকল ব্যক্তিদের উপর উচ্চহারে টিডিএস লাগু করা হবে।
advertisement
4/5
একবার প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে ত্রুটিপূর্ণ রিটার্নের ক্ষেত্রে মুলতুবি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। প্যান অকার্যকর হয়ে যাওয়ায় উচ্চ হারে কর কাটা হবে। ফর্ম 26AS-এ টিসিএস/টিডিএস ক্রেডিট আসবে না এবং টিসিএস/টিডিএস সার্টিফিকেটও মিলবে না।
একবার প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে ত্রুটিপূর্ণ রিটার্নের ক্ষেত্রে মুলতুবি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। প্যান অকার্যকর হয়ে যাওয়ায় উচ্চ হারে কর কাটা হবে। ফর্ম 26AS-এ টিসিএস/টিডিএস ক্রেডিট আসবে না এবং টিসিএস/টিডিএস সার্টিফিকেটও মিলবে না।
advertisement
5/5
এই ফলাফলগুলি ছাড়াও আরও একাধিক সমস্যার সম্মুখীন হবে। ব্যাঙ্কগুলির সাথে অন্যান্য আর্থিক লেনদেন করতে ওই ব্যক্তির নানা অসুবিধার সম্মুখীন হতে পারেন। কারণ এই লেনদেনের জন্য PAN হল একটি গুরুত্বপূর্ণ বিষয়৷
এই ফলাফলগুলি ছাড়াও আরও একাধিক সমস্যার সম্মুখীন হবে। ব্যাঙ্কগুলির সাথে অন্যান্য আর্থিক লেনদেন করতে ওই ব্যক্তির নানা অসুবিধার সম্মুখীন হতে পারেন। কারণ এই লেনদেনের জন্য PAN হল একটি গুরুত্বপূর্ণ বিষয়৷
advertisement
advertisement
advertisement