আইটিআর অর্থাৎ আয়কর রিটার্ন হল একটি ট্যাক্স রিটার্ন ফর্ম। এই ফর্মের মাধ্যমে আয়করদাতারা ভারতীয় আয়কর বিভাগে তাঁদের আয় এবং সম্পদের হিসেব দেন। এতে করদাতাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সম্পর্কিত বিশদ বিবরণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আইটিআর ইলেকট্রনিক মোডে ফাইল করা হয়। তবে প্রবীণ নাগরিকরা ম্যানুয়ালি ফাইল করতে পারেন।
এই আইন অনুসারে, একজন ব্যক্তির উপর ধার্য কর তাঁর আবাসিক অবস্থার উপর নির্ভর করে। প্রত্যেক ভারতীয় বাসিন্দাকেই আয়ের উপর কর দিতে হয়। প্রতি অর্থবর্ষে করদাতাদের আয়কর রিটার্ন ফাইল করার সময় কিছু নিয়ম মানতে হয়। আয়কর আইন অনুযায়ী কিছু বিভাগ করা হয়েছে যার অধীনে সব করদাতাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কর দিতে হবে।
আয়কর আইন অনুযায়ী, বেতনভোগী ব্যক্তি বা ব্যবসায়ীকে প্রত্যেক অর্থবর্ষে রিটার্ন দাখিল করতে হবে। আয় বেতন, ব্যবসায়িক লাভ, বাড়ির সম্পত্তি থেকে আয় বা লভ্যাংশ, মূলধন লাভ, সুদ বা অন্যান্য উৎস থেকে অর্জিত হতে পারে। নির্দিষ্ট তারিখের মধ্যে চাকরিজীবী বা ব্যবসায়িকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। সময়সীমা পেরিয়ে গেলে দিতে হয় জরিমানা।
আয়কর রিটার্ন দাখিল করা কি বাধ্যতামূলক: ভারতে নির্ধারিত আয়কর আইন অনুযায়ী, কারও আয় যদি মৌলিক ছাড়ের সীমার চেয়ে বেশি হয় তাহলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। করদাতাদের জন্য আয়করের হার পূর্বনির্ধারিত। রিটার্ন দাখিল করতে দেরি হলে শুধু জরিমানা হবে তাই নয়, লোন বা ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে।