EMI Trap: গাড়ি-বাড়ির লোন মেটাতে গিয়ে ঋণের ফাঁদে? জাল কেটে কীভাবে বের হবেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ঋণের ফাঁদ এমন একটা পরিস্থিতি যেখানে বিদ্যমান ঋণ পরিশোধ করতে অতিরিক্ত ঋণ গ্রহণে বাধ্য হতে হয়।
advertisement
advertisement
ঋণের ফাঁদ: কেউ ঋণের ফাঁদে আটকে পড়ছে কি না, তা বোঝার দুটি উপায় আছে। প্রথমটি হল - ইএমআই-স্যালারি রেশিও। যদি কারও টেক হোম স্যালারি ২০ হাজার হয় এবং ইএমআই হয় ১০ হাজার টাকা তাহলে ইএমআই বেতনের অনুপাত দাঁড়ায় ০.৫। বিশেষজ্ঞরা বলেন, এই অনুপাত ০.৩-এর নিচে হওয়া উচিত। অন্য সূচকটি হল – লোন-অ্যাসেট রেশিও। যদি কারও ১০ লাখ টাকার সম্পদ থাকে এবং তিনি ২৫ লাখ টাকার লোন নেন তাহলে লোন-অ্যাসেট অনুপাত দাঁড়ায় ২.৫।
advertisement
advertisement
ঋণের ফাঁদ থেকে বাঁচার উপায়: সব ঋণকে এক জায়গায় নিয়ে আসাই আর্থিক পরিস্থিতি সামলানোর একমাত্র উপায়। যদি উচ্চ সুদে একাধিক ঋণ, ক্রেডিট কার্ডের বিপুল বিল বকেয়া থাকে, তাহলে গ্রাহক ধীরে ধীরে ঋণের ফাঁদে পড়বেন বলাই বাহুল্য। স্বল্প সুদে ব্যক্তিগত ঋণ নেওয়া ঋণমুক্ত হওয়ার জন্য একটি অত্যন্ত বুদ্ধিমানের মতো পদক্ষেপ।
advertisement