PPF Investments: একটা পয়সাও খরচ না করে PPF-এ প্রতি বছর মিলতে পারে ২,৮৮,৮৪২ টাকা সুদ ! মুনাফার এই গোপন সূত্র বেশিরভাগ ভারতীয়ই জানেন না
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
এই স্কিমের আওতায় বিনিয়োগকারী বার্ষিক সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এর উপর বিনিয়োগকারীরা ৭.১ শতাংশ হারে সুদ পেয়ে যেতে পারেন।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) হল এমন একটি স্কিম। এর মাধ্যমে দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীরা ভাল পরিমাণ অর্থ আয় করতে পারেন। সেই কারণে পিপিএফ-কে নিজেদের পোর্টফোলিওয় রাখেন বেশিরভাগ মানুষ। এই স্কিমের আওতায় বিনিয়োগকারী বার্ষিক সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এর উপর বিনিয়োগকারীরা ৭.১ শতাংশ হারে সুদ পেয়ে যেতে পারেন। কিন্তু যদি বলা হয় যে, একটা টাকাও পিপিএফ-এ বিনিয়োগ না করে বিনিয়োগকারী ২৮৮৮৪২ টাকা সুদ আয় করতে পারেন, এটা কেউই হয়তো বিশ্বাস করতে পারবেন না। কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আর খুব কম সংখ্যক মানুষই এই বিষয়ে জানেন। তাহলে কীভাবে লক্ষ লক্ষ টাকা আয় করা যাবে, সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
advertisement
কত টাকা বিনিয়োগ করতে হবে?প্রতি বছর বিনামূল্যে ২৮৮৮৪২ টাকা সুদ পেতে ১৫ বছরের জন্য পিপিএফ-এ বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করতে হবে। এই ভাবে ১৫ বছরে বিনিয়োগকারীর মোট বিনিয়োগের পরিমাণ হবে ২২৫০০০০ টাকা। এবার ৭.১ শতাংশ সুদের হার অনুযায়ী তাঁরা সুদ হিসেবে পেয়ে যাবেন ১৮১৮২০৯ টাকা। ফলে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ৪০৬৮২০৯ টাকা।
advertisement
এবার কী করণীয়?টানা ১৫ বছর ধরে বিনিয়োগ করার পর বিনিয়োগকারীর এই স্কিমের মেয়াদপূর্তি হবে। কিন্তু সেই টাকা তোলার প্রয়োজন নেই। আর যদি তা তোলা না হয়, তাহলে পিপিএফ-এ জমা হওয়া রাশির উপরেই পিপিএফ-এর হিসেব অনুযায়ী সুদ পেতে থাকবেন বিনিয়োগকারী। এটাকে বলা হয় পিপিএফ এক্সটেনশন উইদাউট কন্ট্রিবিউশন। টাকা না জমা করেও এক্সটেনশন বা সম্প্রসারণ করার জন্য কোনও আবেদনের প্রয়োজন হবে না। ম্যাচিউরিটির পরে যদি টাকা না তোলা হয়, তাহলে এটা স্বয়ংক্রিয় ভাবেই প্রযোজ্য হয়ে যাবে। আর এই এহেন অ্যাকাউন্ট থেকে যে কোনও সময় পুরো রাশিটাই তুলে নেওয়া যেতে পারে। অথবা জমা রেখে দেওয়া যেতে পারে এবং ডিপোজিটের উপর সুদ লাভ হবে।
advertisement
সুদ থেকে লক্ষ লক্ষ টাকা আয়:১৫ বছরের জন্য বার্ষিক ১.৫ লক্ষ টাকা ডিপোজিট করার পরে মেয়াদপূর্তির পর অ্যাকাউন্টে জমা হবে ৪০৬৮২০৯ টাকা। বর্তমান বার্ষিক সুদের হার অর্থাৎ ৭.১ শতাংশ অনুযায়ী যদি অ্য়াকাউন্টে টাকা রাখা হয়, তাহলে সুদ হবে ২৮৮৮৪২ টাকা। এই কৌশলে কোনও টাকা না রেখেই প্রতি বছর সুদ লাভ করতে পারবেন বিনিয়োগকারী। আর যত দিন টাকাটা জমা থাকবে, তত দিন সুদ পেতে থাকবেন তিনি।
advertisement