Vegetables Price Hike: প্রবল বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে সবজির দাম! পকেট পুড়ছে মধ্যবিত্তদের
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Vegetables Price Hike: ক্রেতারা বাজারের এসে সবজি কিনতে ব্যাপক নাজেহাল হচ্ছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমানে আলুর দাম রয়েছে কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজের দাম রয়েছে কেজি প্রতি ৪৫ টাকা, লঙ্কার দাম রয়েছে কেজি প্রতি ৩০০ টাকা, ঝিঙের দাম কেজি প্রতি ৬০ টাকা, বরবটির দাম কেজি প্রতি ৬০ টাকা এবং লঙ্কার দাম কেজি প্রতি ৩০০ টাকা। প্রায় প্রতিটি সবজির দাম যেভাবে বেড়ে উঠেছে তাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।
advertisement
বাজারের এক ক্রেতা অজিত শীল জানান, “বেগুনের কেজি প্রতি দাম রয়েছে ৬০ টাকা, কাকরোলের কেজি প্রতি দাম রয়েছে ৬০ টাকা, শশার কেজি প্রতি দাম রয়েছে ৫০ টাকা এবং দেশি আলুর দাম রয়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। তবে বৃষ্টি যদি না কমে এই দাম আরও বাড়ার সম্ভবনা রয়েছে। এভাবেই ধীরে ধীরে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে বেশিরভাগ সবজির দাম।” ক্রেতারা বাজারে এসে সামান্য পরিমাণে জিনিস কিনে বাড়ি ফিরছেন। বেশি জিনিস কেনার ইচ্ছে থাকলেও দামের জন্য পেরে উঠছেন না।
advertisement
বাজারে আরেক সবজি বিক্রেতা বাবলু সরকার জানান, “বাজারের সবজির দাম শুনে বেশি সবজি কিনতে সাহস পাচ্ছেন না ক্রেতারা। এই পরিস্থিতি চলতে থাকলে ক্রেতাদের পকেটের মধ্যে আরও অসম্ভব চাপ পড়বে। তবে এই দাম তখনই কমবে যখন বেশ কয়েকদিন বৃষ্টি না হয়ে একটানা রোদের দেখা মিলবে।" বর্তমান সময়ে বাজারের ক্রমাগত দাম বৃদ্ধিতে রীতিমত চিন্তায় রয়েছেন অধিকাংশ মানুষেরা।