Currency: ভারতের ১ টাকা পাকিস্তানে কত টাকা? এক লক্ষ টাকা নিয়ে পাকিস্তানে গেলে কত টাকা হবে জানেন? শুনলে চোখ ছানাবড়া হবে

Last Updated:
Currency: ভারতের প্রতিবেশী দেশ হল পাকিস্তান। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তুলনা করলে ভারতের মুদ্রার মূল্য কত তা জানেন কি?
1/7
যেকোনও মুদ্রার মূল‍্য নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর। দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন হল মু্দ্রার মুল‍্য। সারা বিশ্বে লেনদেনের জন্য সাধারণত ডলার ব্যবহার করা হয়। তাই যেকোনও দেশের মুদ্রার মূল্য মার্কিন ডলারের ভিত্তিতেই পরিমাপ করা হয়।
যেকোনও মুদ্রার মূল‍্য নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর। দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন হল মু্দ্রার মুল‍্য। সারা বিশ্বে লেনদেনের জন্য সাধারণত ডলার ব্যবহার করা হয়। তাই যেকোনও দেশের মুদ্রার মূল্য মার্কিন ডলারের ভিত্তিতেই পরিমাপ করা হয়।
advertisement
2/7
ডলারই নির্ধারণ করে প্রতিটি দেশে মুদ্রার মূল‍্য। ভারতের প্রতিবেশী দেশ হল পাকিস্তান। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তুলনা করলে ভারতের মুদ্রার মূল্য কত তা জানেন কি?
ডলারই নির্ধারণ করে প্রতিটি দেশে মুদ্রার মূল‍্য। ভারতের প্রতিবেশী দেশ হল পাকিস্তান। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তুলনা করলে ভারতের মুদ্রার মূল্য কত তা জানেন কি?
advertisement
3/7
আজ এক ডলারের পরিপ্রেক্ষিতে ভারতীয় টাকার মূল্য আজ, সোমাবর ₹৮৬.৭০ হয়েছে। এই অবস্থায়, কোনও ব‍্যক্তি যদি ১,০০,০০০ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যায়, তাহলে সেই টাকার মূল্য সেখানে কত হবে?
আজ এক ডলারের পরিপ্রেক্ষিতে ভারতীয় টাকার মূল্য আজ, সোমাবর ₹৮৬.৭০ হয়েছে। এই অবস্থায়, কোনও ব‍্যক্তি যদি ১,০০,০০০ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যায়, তাহলে সেই টাকার মূল্য সেখানে কত হবে?
advertisement
4/7
এক মার্কিন ডলারের মূল্য ২৭৮.৭৭ পাকিস্তানি টাকা। গত কয়েক বছর ধরে ডলারের তুলনায় পাকিস্তানি টাকার মূল্য ক্রমাগত হ্রাস পাচ্ছে।
এক মার্কিন ডলারের মূল্য ২৭৮.৭৭ পাকিস্তানি টাকা। গত কয়েক বছর ধরে ডলারের তুলনায় পাকিস্তানি টাকার মূল্য ক্রমাগত হ্রাস পাচ্ছে।
advertisement
5/7
আন্তর্জাতিক মুদ্রার মূল‍্য অনুযায়ী, পাকিস্তানে ভারতীয় টাকার মূল্য ৩.২৩ টাকা। অর্থাৎ এক ভারতীয় টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত করলে তা ৩.২৩ টাকা হবে।
আন্তর্জাতিক মুদ্রার মূল‍্য অনুযায়ী, পাকিস্তানে ভারতীয় টাকার মূল্য ৩.২৩ টাকা। অর্থাৎ এক ভারতীয় টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত করলে তা ৩.২৩ টাকা হবে।
advertisement
6/7
কেউ যদি ১ লাখ ভারতীয় টাকা (₹) নিয়ে পাকিস্তানে যায়, তাহলে তার মূল্য ৩,২২,৬১২.৫০ পাকিস্তানি টাকা হবে। একজন পাকিস্তানি যদি তার দেশ থেকে ১ লাখ টাকা নিয়ে ভারতে আসে, তাহলে সেই টাকার মূল্য ভারতে ৩০,৯৯৬.৯৪ টাকা (₹) হবে।
কেউ যদি ১ লাখ ভারতীয় টাকা (₹) নিয়ে পাকিস্তানে যায়, তাহলে তার মূল্য ৩,২২,৬১২.৫০ পাকিস্তানি টাকা হবে। একজন পাকিস্তানি যদি তার দেশ থেকে ১ লাখ টাকা নিয়ে ভারতে আসে, তাহলে সেই টাকার মূল্য ভারতে ৩০,৯৯৬.৯৪ টাকা (₹) হবে।
advertisement
7/7
পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে সঙ্কটে। দিন দিন আরও দাম বাড়ছে জিনিসপত্রের। গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। (Disclaimer: ডলারের বিচারে প্রত‍্যেকদিন বদলে যায় প্রতিটি দেশের মুদ্রার মূল‍্য, এই প্রতিবেদনে উল্ল‍্যেখিত মূল‍্য প্রতিবেদন প্রকাশের তারিখের ভিত্তিতে লেখা)
পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে সঙ্কটে। দিন দিন আরও দাম বাড়ছে জিনিসপত্রের। গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। (Disclaimer: ডলারের বিচারে প্রত‍্যেকদিন বদলে যায় প্রতিটি দেশের মুদ্রার মূল‍্য, এই প্রতিবেদনে উল্ল‍্যেখিত মূল‍্য প্রতিবেদন প্রকাশের তারিখের ভিত্তিতে লেখা)
advertisement
advertisement
advertisement