ফোন থেকে এখনই Delete করুন এইসব Apps, নাহলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্কবার্তা গুগলের
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Delete these Apps From Mobile: ফোন হ্যাক হয়ে গেলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
ফোনে ইনস্টল থাকা কিছু অ্যাপের মাধ্যমে ইউজারদের স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারে হ্যাকাররা। তাই অবিলম্বে সেগুলো ডিলিট করুন এমনই সতর্কবার্তা জারি করল গুগল। শুধু ফোন করার জন্য আজকাল আর কেউ স্মার্টফোন ব্যবহার করে না। চ্যাট, মিটিং থেকে ব্যাঙ্কের কাজ সবই চলে স্মার্টফোনে। এই পরিস্থিতিতে ফোন হ্যাক হয়ে গেলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
advertisement
advertisement
advertisement
এই ফটো এডিটিং অ্যাপগুলির মধ্যে ১৬টি চিনা অ্যাপ। ২০২০ সালেই কয়েকশ চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। তবে গুগল প্লে স্টোরে বিউটিপ্লাস-ইজি ফটো এডিটর, বিউটিক্যাম, সেলফি ক্যামেরা-বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, বি৬১২- বিউটি অ্যান্ড ফিল্টার, সুইট স্ন্যাপ-এর মতো কয়েক ডজন অ্যাপ এখনও রয়েছে। এই অ্যাপগুলো ডাউনলোডও করে রেখেছেন লাখ লাখ ইউজার।
advertisement
এবার মেটার মতোই রিপোর্ট প্রকাশ করল গুগল। ইউজারদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, এই ফটো এডিটিং অ্যাপগুলোর মাধ্যমে খুব সহজেই ম্যালওয়্যার পাঠানো যায়। যা ইউজারদের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্লে স্টোর থেকে এই সব অ্যাপের অনেকগুলি ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু ইউজারদের স্মার্টফোনে সেগুলো এখনও ইনস্টল করা আছে। অবিলম্বে এই অ্যাপগুলো ডিলিট না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
advertisement