UPI Transaction Rules Change: নিরাপত্তা বাড়াতে এবং জালিয়াতি ঠেকাতে কড়া পদক্ষেপ, বদলে যাচ্ছে UPI ট্রানজ্যাকশনের নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
UPI Transaction Rules Change: এই পরিবর্তনে সাধারণ ব্যবহারকারীদের অভ্যাসেও আসতে পারে বড়সড় বদল। জেনে নিন কী কী নিয়ম বদলাচ্ছে।
আজকালকার দিনে সবজির ঠেলাগাড়ি থেকে শুরু করে বড় বড় শপিং মল - সব জায়গাতেই কেনাকাটা করার ক্ষেত্রে ভরসা হয়ে ওঠে অনলাইন পেমেন্ট। এর সবথেকে বড় সুবিধা হল - সব জায়গায় নগদ নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। হাতে স্মার্টফোন থাকলেই হল! তবে এবার এই ধরনের লেনদেনের ক্ষেত্রে শীঘ্রই আসতে চলেছে অত্যন্ত বড় এক পরিবর্তন। এমনটাই ঘোষণা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
advertisement
আমাদের দেশে প্রত্যহ বেশিরভাগ মানুষই পেমেন্ট করার জন্য UPI-এর উপরেই ভরসা রাখেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে, ছোটখাটো ভুলের জেরে টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু সেই টাকা ফিরে পাওয়া রীতিমতো দুষ্কর হয়ে ওঠে। শুধু তা-ই নয়, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে স্ক্যামের ভয়ও থেকেই যায়। কারণ বহু ক্ষেত্রেই সাইবার জালিয়াতরা এখানে ফাঁদ পেতেও রাখে। এই সমস্ত সমস্যা সমাধান করার জন্যই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে NPCI।
advertisement
এই প্রসঙ্গে NPCI-এর তরফে জানানো হয়েছে যে, UPI পেমেন্ট থেকে শুরু করে ভারত পে, রুপে কার্ড-সহ সমস্ত অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে স্ক্রিনে প্রাপকের নাম প্রদর্শন করা আবশ্যক। আর ব্যাঙ্কের রেকর্ডে সেই নাম রেজিস্টার্ড থাকতে হবে। নতুন নিয়মের চালু হলে সমস্যা দূর হবে। অর্থাৎ সঠিক প্রাপকের কাছেই টাকা চলে যাবে।
advertisement
গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে জারি করা একটি বিজ্ঞপ্তিতে NPCI ঘোষণা করেছিল যে, পেমেন্ট কনফার্মেশন স্ক্রিনে প্রাপকের অফিসিয়াল নাম প্রদর্শন করতে হবে সমস্ত UPI অ্যাপকেই। এই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ৩০ জুন ২০২৫ তারিখ থেকে। যিনি টাকা পাঠাচ্ছেন, তাঁর অ্যাপে প্রাপকের নাম ভেসে উঠবে। ঠিক সেভাবেই ট্রানজ্যাকশন স্টেটমেন্টেও দেখা যাবে। সহজ কথায় বলতে গেলে ব্যাঙ্কে যে নাম রেজিস্টার্ড থাকবে, সেই নামই ভেসে উঠবে। কিউআর কোড বা UPI-এ সেভ করা অন্য কোনও নাম প্রদর্শন করবে না। তবে এখন থেকে UPI অ্যাপে বেনেফিশিয়ারির নাম পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে না।
advertisement
advertisement
advertisement