তুরস্কে ভারতের '১ টাকার' মূল্য কত বলুন তো...? চমকে দেবে হিসাব!

Last Updated:
Turkey: চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণে তুরস্ক ভ্রমণ ভারতীয়দের এত আকর্ষণ করে। আর ভারতের ১ টাকার মূল্য তুরস্কে কত?
1/11
ভারত-পাকিস্তান সাম্প্রতিক বিরোধে প্রকাশ্যে পাকিস্তানের সমর্থনকারী দেশ হিসেবে, চিনের পাশাপাশি উঠে এসেছে আরও একটি দেশের নাম। সেই দেশটি হল তুরস্ক।
ভারত-পাকিস্তান সাম্প্রতিক বিরোধে প্রকাশ্যে পাকিস্তানের সমর্থনকারী দেশ হিসেবে, চিনের পাশাপাশি উঠে এসেছে আরও একটি দেশের নাম। সেই দেশটি হল তুরস্ক।
advertisement
2/11
'অপারেশন সিঁদুরের' পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জটিল আবহেই তুরস্ক পাকিস্তানের সামরিক বাহিনীকে সোঙ্গার ড্রোন সরবরাহ করে এই দেশের সোশ্যাল মিডিয়ায় 'বয়কট তুরস্ক' ডাকের শিকার।
'অপারেশন সিঁদুরের' পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জটিল আবহেই তুরস্ক পাকিস্তানের সামরিক বাহিনীকে সোঙ্গার ড্রোন সরবরাহ করে এই দেশের সোশ্যাল মিডিয়ায় 'বয়কট তুরস্ক' ডাকের শিকার।
advertisement
3/11
আর এই প্রসঙ্গেই উঠে এসেছে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক ও আন্তর্জাতিক তুলনা।আপনি কি ভেবে দেখেছেন যে পাকিস্তানের এই নতুন "বন্ধু" কীভাবে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে থাকা শক্তিশালী ভারতীয় অর্থনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে? Image : News 18 
আর এই প্রসঙ্গেই উঠে এসেছে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক ও আন্তর্জাতিক তুলনা।আপনি কি ভেবে দেখেছেন যে পাকিস্তানের এই নতুন "বন্ধু" কীভাবে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে থাকা শক্তিশালী ভারতীয় অর্থনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে? Image : News 18
advertisement
4/11
প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একথা বলাই বাহুল্য পর্যটন মানচিত্রে বেশ স্পষ্ট জায়গা তুরস্কের। এককথায় তুরস্ক বিশ্বের অন্যতম ইতিহাস সমৃদ্ধ দেশ। Image : News 18
প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একথা বলাই বাহুল্য পর্যটন মানচিত্রে বেশ স্পষ্ট জায়গা তুরস্কের। এককথায় তুরস্ক বিশ্বের অন্যতম ইতিহাস সমৃদ্ধ দেশ। Image : News 18
advertisement
5/11
তাই এই তুরস্ককে আজ ভারতীয়রা বয়কট করলে ধাক্কা খেতে পারে তুরস্কের পর্যটন ব্যবসা। কারণ বিপুল সংখ্যক ভারতীয় প্রতি বছর এই দেশে বেড়াতে যান। ভ্রমণপিপাসু ভারতীয়দের জন্য অন্যতম আকর্ষণ তুরস্ক। Image : News 18
তাই এই তুরস্ককে আজ ভারতীয়রা বয়কট করলে ধাক্কা খেতে পারে তুরস্কের পর্যটন ব্যবসা। কারণ বিপুল সংখ্যক ভারতীয় প্রতি বছর এই দেশে বেড়াতে যান। ভ্রমণপিপাসু ভারতীয়দের জন্য অন্যতম আকর্ষণ তুরস্ক। Image : News 18
advertisement
6/11
এই প্রসঙ্গেই চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণে তুরস্ক ভ্রমণ ভারতীয়দের এত আকর্ষণ করে। জেনে রাখা ভাল তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা। যা ওই দেশে বেড়াতে গেলেই প্রত্যেক ভারতীয়কেই বিনিময় মাধ্যমে নিতে হবে। Image : Reuters
এই প্রসঙ্গেই চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণে তুরস্ক ভ্রমণ ভারতীয়দের এত আকর্ষণ করে। জেনে রাখা ভাল তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা। যা ওই দেশে বেড়াতে গেলেই প্রত্যেক ভারতীয়কেই বিনিময় মাধ্যমে নিতে হবে। Image : Reuters
advertisement
7/11
কিন্তু এই মুদ্রার 'মূল্য' কী? উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, সর্বশেষ এক্সচেঞ্জ রেট বলছে, ১ টার্কিশ লিরা মানে ভারতীয় মুদ্রায় ২.২১ টাকা। অন্যদিকে ১ ভারতীয় রুপি বা বলা যায় ভারতের ১ টাকার মূল্য ০.৪৫ তুর্কি লিরা। Image : Reuters
কিন্তু এই মুদ্রার 'মূল্য' কী? উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, সর্বশেষ এক্সচেঞ্জ রেট বলছে, ১ টার্কিশ লিরা মানে ভারতীয় মুদ্রায় ২.২১ টাকা। অন্যদিকে ১ ভারতীয় রুপি বা বলা যায় ভারতের ১ টাকার মূল্য ০.৪৫ তুর্কি লিরা। Image : Reuters
advertisement
8/11
সেই হিসাব অনুযায়ী ভারতের ১০০ টাকা তুরস্কের ৪৫.২৭ টাকার সমান। অর্থাৎ ভারত ও তুর্কি মুদ্রার মধ্যে আছে বড় পার্থক্য। Image : News 18
সেই হিসাব অনুযায়ী ভারতের ১০০ টাকা তুরস্কের ৪৫.২৭ টাকার সমান। অর্থাৎ ভারত ও তুর্কি মুদ্রার মধ্যে আছে বড় পার্থক্য। Image : News 18
advertisement
9/11
আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো তুরস্ক প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক তুরস্কের মুদ্রা নিয়ন্ত্রণ করে। Image : Reuters
আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো তুরস্ক প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক তুরস্কের মুদ্রা নিয়ন্ত্রণ করে। Image : Reuters
advertisement
10/11
তুরস্কে যাওয়া ভারতীয়দের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২৩ -এর পরিসংখ্যান বলছে সেই বছর ভারত থেকে মোট ২৭৪, ০০০ মানুষ তুরস্কে গিয়েছেন। Image : Reuters
তুরস্কে যাওয়া ভারতীয়দের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২৩ -এর পরিসংখ্যান বলছে সেই বছর ভারত থেকে মোট ২৭৪, ০০০ মানুষ তুরস্কে গিয়েছেন। Image : Reuters
advertisement
11/11
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement