Tips To Save Money: টাকা জমাতে চাইলে মেনে চলতে হবে বেশ কিছু সহজ উপায়

Last Updated:
Tips To Save Money: ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিছুটা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। সাশ্রয় করতে গেলে মেনে চলতে হবে বেশ কিছু সহজ উপায়
1/6
বর্তমান সময়ে সংসারে খরচ মেটানোর পর ভবিষ্যতের জন্য সঞ্চয় অনেকটাই কষ্টসাধ্য। সেই সঙ্গে অল্প আয়ের মানুষের জন্য কাজটা বেশ মুশকিলও বটে।
বর্তমান সময়ে সংসারে খরচ মেটানোর পর ভবিষ্যতের জন্য সঞ্চয় অনেকটাই কষ্টসাধ্য। সেই সঙ্গে অল্প আয়ের মানুষের জন্য কাজটা বেশ মুশকিলও বটে।
advertisement
2/6
তবে ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিছুটা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। সাশ্রয় করতে গেলে মেনে চললে অনেকটাই সঞ্চয় করতে পারবেন।
তবে ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিছুটা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। সাশ্রয় করতে গেলে মেনে চললে অনেকটাই সঞ্চয় করতে পারবেন।
advertisement
3/6
জীবনে স্বপ্নের সন্ধান সব সময়ই থাকে। কিন্তু সেই স্বপ্ন যদি অতি রঙিন হয় তবেই সমস্যা। কোনটি আপনার ‘চাওয়া’ আর কোনটা ‘প্রয়োজন’ সেই পার্থক্য প্রথমেই আপনাকে বুঝতে হবে।
জীবনে স্বপ্নের সন্ধান সব সময়ই থাকে। কিন্তু সেই স্বপ্ন যদি অতি রঙিন হয় তবেই সমস্যা। কোনটি আপনার ‘চাওয়া’ আর কোনটা ‘প্রয়োজন’ সেই পার্থক্য প্রথমেই আপনাকে বুঝতে হবে।
advertisement
4/6
 ‘চাওয়া’ পূরণের বাড়তি খরচ থেকে নিজেকে বিরত রেখে 'প্রয়োজন' বেশি মনোনিবেশ করুন। তবে অল্প কিছু 'চাওয়া' -এর চাহিদা মেটাতে খরচ করতে পারেন।
‘চাওয়া’ পূরণের বাড়তি খরচ থেকে নিজেকে বিরত রেখে 'প্রয়োজন' বেশি মনোনিবেশ করুন। তবে অল্প কিছু 'চাওয়া' -এর চাহিদা মেটাতে খরচ করতে পারেন।
advertisement
5/6
সঞ্চয়ী ব্যক্তি সঞ্চয় শুরু করতে দেরি করেন না। ক্যারিয়ারের শুরুতে রোজগার কম থাকলেও তিনি সঞ্চয় শুরু করে দেন। ছোট ছোট সঞ্চয়েই তিনি গড়ে তোলেন ভবিষ্যৎ।
সঞ্চয়ী ব্যক্তি সঞ্চয় শুরু করতে দেরি করেন না। ক্যারিয়ারের শুরুতে রোজগার কম থাকলেও তিনি সঞ্চয় শুরু করে দেন। ছোট ছোট সঞ্চয়েই তিনি গড়ে তোলেন ভবিষ্যৎ।
advertisement
6/6
আপনি যদি সঞ্চয়ী ব্যক্তি হতে চান, তবে অন্তত তিন থেকে ছয় মাসের খরচ সব সময়েই হাতে রাখেন। জীবনের কোন পর্যায়ে কোন চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হবে, তা তো কারও আগে থেকে জানা থাকে না।
আপনি যদি সঞ্চয়ী ব্যক্তি হতে চান, তবে অন্তত তিন থেকে ছয় মাসের খরচ সব সময়েই হাতে রাখেন। জীবনের কোন পর্যায়ে কোন চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হবে, তা তো কারও আগে থেকে জানা থাকে না।
advertisement
advertisement
advertisement