লকডাউনের মধ্যে সুখবর! এবার ২৫ শতাংশ বেশি বেতন দেবে এই সংস্থা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আর্থিক সঙ্কটের মধ্যে সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্য এবং তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে ৷
লকডাউনের জেরে গোটা দেশে সমস্ত রকমের কাজ ও ব্যবসা বন্ধ রয়েছে প্রায় ১৪ দিন ধরে ৷ এর জন্য একাধিক সংস্থা তাদের কর্মচারীদের বেতন কমিয়ে দিচ্ছে ৷ এমনকি একাধিক মানুষের চাকরি চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ তবে তারই মধ্যে কেরলের একটি সংস্থা এই সঙ্কটের সময় তাদের কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
কেরলের Boby Chemmanur Group কর্মচারীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য তাদের বেতন ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সংস্থায় প্রায় ৫ লক্ষ কর্মচারী কাজ করে ৷ এদের মধ্যে অনেকেই কমিশনে কাজ করে থাকে ৷ সংস্থার মাইক্রো ফাইন্যন্সের সঙ্গে প্রায় ৭০০০০ মহিলা যুক্ত রয়েছেন ৷ বেতন বৃদ্ধির জেরে তাদেরও লাভ হবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের বাড়ি থেকে কাজ করার সময়সীমা আরও বাড়ানো হতে পারে ৷ সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন যে সমস্ত কর্মচারীদের জন্য তিনি অত্যন্ত গর্বিত ৷ আর্থিক সঙ্কটের মধ্যে সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্য এবং তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে ৷