৭ বছর আগে শুরু করেছিলেন এই ব্যবসা, এখন প্রতি মাসে আয় করছেন লক্ষ লক্ষ টাকা !

Last Updated:
গত কয়েক বছরে একাধিক নতুন স্টার্টআপ শুরু হয়েছে ৷ আয়ুর্বেদিক বিউটি ব্র্যান্ড (Just Herbs)এই ফর্মুলাতেই কাজ করছে ৷
1/4
Confederation of Indian Industry-র রিপোর্ট অনুযায়ী দেশের আয়ুর্বেদিক সেক্টর আপাতত ৩০০০০ কোটি টাকা পার করে গিয়েছে ৷ আয়ুর্বেদিক ওষুধের পাশাপাশি, FMCG বা ফ্রি ডিউটি প্রোডাক্টসের ক্ষেত্রে বাজারে বড় বড় প্লেয়াররা উপস্থিত রয়েছে ৷ ফলে ব্যবসা করার ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা রয়েছে ৷ এর মধ্যেই গত কয়েক বছরে একাধিক নতুন স্টার্টআপ শুরু হয়েছে ৷ আয়ুর্বেদিক বিউটি ব্র্যান্ড (Just Herbs)এই ফর্মুলাতেই কাজ করছে ৷
Confederation of Indian Industry-র রিপোর্ট অনুযায়ী দেশের আয়ুর্বেদিক সেক্টর আপাতত ৩০০০০ কোটি টাকা পার করে গিয়েছে ৷ আয়ুর্বেদিক ওষুধের পাশাপাশি, FMCG বা ফ্রি ডিউটি প্রোডাক্টসের ক্ষেত্রে বাজারে বড় বড় প্লেয়াররা উপস্থিত রয়েছে ৷ ফলে ব্যবসা করার ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা রয়েছে ৷ এর মধ্যেই গত কয়েক বছরে একাধিক নতুন স্টার্টআপ শুরু হয়েছে ৷ আয়ুর্বেদিক বিউটি ব্র্যান্ড (Just Herbs)এই ফর্মুলাতেই কাজ করছে ৷
advertisement
2/4
বাজারে এরকম হাজার হাজার বিউটি প্রোডাক্টস রয়েছে যারা দাবি করে যে তাদের প্রোডাক্ট ১০০ শতাংশ আয়ুর্বেদিক, প্রাকৃতিক বা অর্গ্যানিক ৷ তবে সংস্থাগুলির দাবি কতটা সত্যি তা গ্রাহকরাও জানেন ৷ তবে পার্সোনাল কেয়ার মার্কেটে একাধিক স্টার্টআপ আয়ুর্বেদিক প্রোডাক্টস নিয়ে এসেছে ৷ Just Herbs তাদের মধ্যেই একটি ৷
বাজারে এরকম হাজার হাজার বিউটি প্রোডাক্টস রয়েছে যারা দাবি করে যে তাদের প্রোডাক্ট ১০০ শতাংশ আয়ুর্বেদিক, প্রাকৃতিক বা অর্গ্যানিক ৷ তবে সংস্থাগুলির দাবি কতটা সত্যি তা গ্রাহকরাও জানেন ৷ তবে পার্সোনাল কেয়ার মার্কেটে একাধিক স্টার্টআপ আয়ুর্বেদিক প্রোডাক্টস নিয়ে এসেছে ৷ Just Herbs তাদের মধ্যেই একটি ৷
advertisement
3/4
২০১৩ সালে আরুষ চৌপড়া চণ্ডীগড়ে  Just Herbs শুরু করেছিলেন ৷ প্রথমে অনলাইনে তারা প্রোডাক্টস বিক্রি করা শুরু করে ৷ এরপর বাজারে ডিমান্ড বাড়তে থাকায় মুম্বই, লুধিয়ানা ও চণ্ডীগড়ে আউটলেট করা হয় ৷
২০১৩ সালে আরুষ চৌপড়া চণ্ডীগড়ে Just Herbs শুরু করেছিলেন ৷ প্রথমে অনলাইনে তারা প্রোডাক্টস বিক্রি করা শুরু করে ৷ এরপর বাজারে ডিমান্ড বাড়তে থাকায় মুম্বই, লুধিয়ানা ও চণ্ডীগড়ে আউটলেট করা হয় ৷
advertisement
4/4
Just Herbs এর স্কিন, হেয়ার, বাথ এন্ড বডি, লিপ্স ও ন্যাচারল মেকআপের মতো প্রোডাক্টস ১০০ শতাংশ ভারতেই তৈরি করা হয় ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকদের ফিডব্যাক নিয়ে তার ভিত্তিতে প্রোডাক্টস তৈরি করে থাকে এই সংস্থা ৷ এবং তারপর সেটি মার্কেটে লঞ্চ করা হয় ৷ দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য এশিয়াতে Just Herbs এর ডিস্ট্রিবিউটর রয়েছে ৷
Just Herbs এর স্কিন, হেয়ার, বাথ এন্ড বডি, লিপ্স ও ন্যাচারল মেকআপের মতো প্রোডাক্টস ১০০ শতাংশ ভারতেই তৈরি করা হয় ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকদের ফিডব্যাক নিয়ে তার ভিত্তিতে প্রোডাক্টস তৈরি করে থাকে এই সংস্থা ৷ এবং তারপর সেটি মার্কেটে লঞ্চ করা হয় ৷ দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য এশিয়াতে Just Herbs এর ডিস্ট্রিবিউটর রয়েছে ৷
advertisement
advertisement
advertisement