মাত্র দেড় মিনিটেই মিলবে ₹৬০ হাজার !

Last Updated:
1/7
ছোট অঙ্কের লোনের প্রয়োজন? এবার সেই কাজে সহায়ক হতে পারে এই মোবাইল অ্যাপ । Mobikwik এর ইনস্ট্যান্ট লোনের মাধ্যামে এখন মাত্র ৯০ মিনিটেই গ্রাহক পেয়ে যেতে পারেন লোন।
ছোট অঙ্কের লোনের প্রয়োজন? এবার সেই কাজে সহায়ক হতে পারে এই মোবাইল অ্যাপ । Mobikwik এর ইনস্ট্যান্ট লোনের মাধ্যামে এখন মাত্র ৯০ মিনিটেই গ্রাহক পেয়ে যেতে পারেন লোন।
advertisement
2/7
সংস্থার তথ্য অনুযায়ী, গ্রাহকদের ক্রেডিট হিস্ট্রি দেখে লোনের সুবিধা দেয় Mobikwik। লোনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার সুবিধা রয়েছে।
সংস্থার তথ্য অনুযায়ী, গ্রাহকদের ক্রেডিট হিস্ট্রি দেখে লোনের সুবিধা দেয় Mobikwik। লোনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার সুবিধা রয়েছে।
advertisement
3/7
প্রায় ৬০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন গ্রাহকরা । EMI এর সাহায্যে এই টাকা অটো-পের মাধ্যমে চোকানোর বন্দোবস্তও রয়েছে । লোনের জন্য গ্রাহকের প্যান কার্ড ও আধার কার্ড থাকা জরুরি । এছাড়াও Mobikwik অ্যাকাউন্টে kYC থাকাও জরুরি । এছাড়া অন্য কোনও নথির প্রয়োজন নেই ।
প্রায় ৬০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন গ্রাহকরা । EMI এর সাহায্যে এই টাকা অটো-পের মাধ্যমে চোকানোর বন্দোবস্তও রয়েছে । লোনের জন্য গ্রাহকের প্যান কার্ড ও আধার কার্ড থাকা জরুরি । এছাড়াও Mobikwik অ্যাকাউন্টে kYC থাকাও জরুরি । এছাড়া অন্য কোনও নথির প্রয়োজন নেই ।
advertisement
4/7
WhatsApp এর মাধ্যমে গ্রাহক জানতে পারবেন লোন পাবেন কি না । ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলি গ্রাহকের ক্রেডিট স্কোর দেখে মূলত লোন দিয়ে থাকে । সাধারণত, ক্রেডিট স্কোর ৯০০ এর কাছাকাছি হলে লোন পেতে সুবিধা হয়। এবার WhatsApp এর মাধ্যমেই জানা যাবে ক্রেডিট স্কোর ।
WhatsApp এর মাধ্যমে গ্রাহক জানতে পারবেন লোন পাবেন কি না । ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলি গ্রাহকের ক্রেডিট স্কোর দেখে মূলত লোন দিয়ে থাকে । সাধারণত, ক্রেডিট স্কোর ৯০০ এর কাছাকাছি হলে লোন পেতে সুবিধা হয়। এবার WhatsApp এর মাধ্যমেই জানা যাবে ক্রেডিট স্কোর ।
advertisement
5/7
এর জন্য WhatsApp এর সঙ্গে বিশেষ চুক্তিও করেছে Mobikwik । ক্রেডিট স্কোর জানতে কী করবেন জেনে নিন ।
এর জন্য WhatsApp এর সঙ্গে বিশেষ চুক্তিও করেছে Mobikwik । ক্রেডিট স্কোর জানতে কী করবেন জেনে নিন ।
advertisement
6/7
প্রথমে  8287151151 এই নম্বরে মিসড কল দিন । এরফলে আপনার নম্বরটি WhatsApp চ্যাটে যোগ হয়ে যাবে । এরপর নিজের নাম, লিঙ্গ ও জন্মতারিখ দিয়ে দিন । PAN নম্বর লিখুন (বিঃ দ্রঃ আপনার তথ্য সুরক্ষিত থাকবে) । এরপর আপনার ঠিকানা লিখুন যেটি ব্যাঙ্কে রেজিস্টার করা রয়েছে ।  এরপর শহর ও পিন কোড লিখুন। এরপর ই-মেল আইডি লিখুন ।
প্রথমে 8287151151 এই নম্বরে মিসড কল দিন । এরফলে আপনার নম্বরটি WhatsApp চ্যাটে যোগ হয়ে যাবে । এরপর নিজের নাম, লিঙ্গ ও জন্মতারিখ দিয়ে দিন । PAN নম্বর লিখুন (বিঃ দ্রঃ আপনার তথ্য সুরক্ষিত থাকবে) । এরপর আপনার ঠিকানা লিখুন যেটি ব্যাঙ্কে রেজিস্টার করা রয়েছে । এরপর শহর ও পিন কোড লিখুন। এরপর ই-মেল আইডি লিখুন ।
advertisement
7/7
ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনার ফোন ও ইমেলে । ভেরিফিকেশনের জন্য এই OTP টি দিন । এরপরই আপনি জানতে পারবে আপনার ক্রেডিট স্কোর । একবার এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে এই চ্যাটবক্স থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে । আপনার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ।
ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনার ফোন ও ইমেলে । ভেরিফিকেশনের জন্য এই OTP টি দিন । এরপরই আপনি জানতে পারবে আপনার ক্রেডিট স্কোর । একবার এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে এই চ্যাটবক্স থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে । আপনার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ।
advertisement
advertisement
advertisement