বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল, জেনে নিন সিলভার লেকের সঙ্গে মেগা ডিলের সব তথ্য

Last Updated:
রিলায়েন্স রিটেলে ৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ মার্কিন সংস্থা সিলভার লেকের ৷
1/6
রিলায়েন্স জিও-র পর এবার রিলায়েন্স রিটেলে লগ্নি করল মার্কিন প্রযুক্তি বিনিয়োগকারী সংস্থা সিলভার লেক। রিলায়েন্স রিটেলে ১.৭৫% শেয়ার কিনতে ৭,৫০০ কোটি টাকা ঢালল সিলভার লেক।
রিলায়েন্স জিও-র পর এবার রিলায়েন্স রিটেলে লগ্নি করল মার্কিন প্রযুক্তি বিনিয়োগকারী সংস্থা সিলভার লেক। রিলায়েন্স রিটেলে ১.৭৫% শেয়ার কিনতে ৭,৫০০ কোটি টাকা ঢালল সিলভার লেক।
advertisement
2/6
এই লগ্নি টানার পর রিলায়েন্স রিটেলের মোট মূলধনী সম্পদ ৪ লাখ ২১ হাজার কোটি টাকায় পৌঁছল। এর আগে রিলায়েন্স জিও-তে ১০ হাজার ২০০ কোটি টাকা লগ্নি করেছে সিলভার লেক।
এই লগ্নি টানার পর রিলায়েন্স রিটেলের মোট মূলধনী সম্পদ ৪ লাখ ২১ হাজার কোটি টাকায় পৌঁছল। এর আগে রিলায়েন্স জিও-তে ১০ হাজার ২০০ কোটি টাকা লগ্নি করেছে সিলভার লেক।
advertisement
3/6
 অগাস্টে ফিউচার গ্রুপের রিটেল ব্যবসা কিনে নেয় রিলায়েন্স রিটেল। তারপরই সিলভার লেকের হাত ধরে বিদেশি বিনিয়োগ টানল রিলায়েন্স রিটেল।
অগাস্টে ফিউচার গ্রুপের রিটেল ব্যবসা কিনে নেয় রিলায়েন্স রিটেল। তারপরই সিলভার লেকের হাত ধরে বিদেশি বিনিয়োগ টানল রিলায়েন্স রিটেল।
advertisement
4/6
 বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল ৷ রিলায়েন্স রিটেল দেশের বৃহত্তম রিটেল সংস্থা ৷
বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল ৷ রিলায়েন্স রিটেল দেশের বৃহত্তম রিটেল সংস্থা ৷
advertisement
5/6
Silver Lake Partners
Silver Lake Partners
advertisement
6/6
এই নিয়ে দ্বিতীয়বার রিলায়েন্সের কোনও ব্যবসায় বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক ৷ এর আগে জিও-তে ১০,২০৩ কোটি টাকা লগ্নি করেছে সংস্থা ৷ এবার তাই জিও-র পাশাপাশি রিলায়েন্স রিটেলও আরও সমৃদ্ধ হল ৷ সংস্থার রিটেল ব্যবসায় সিলভার লেকের এই বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই উচ্ছ্বসিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ আমি খুশি যে সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর ৷ দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷ ’’
এই নিয়ে দ্বিতীয়বার রিলায়েন্সের কোনও ব্যবসায় বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক ৷ এর আগে জিও-তে ১০,২০৩ কোটি টাকা লগ্নি করেছে সংস্থা ৷ এবার তাই জিও-র পাশাপাশি রিলায়েন্স রিটেলও আরও সমৃদ্ধ হল ৷ সংস্থার রিটেল ব্যবসায় সিলভার লেকের এই বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই উচ্ছ্বসিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ আমি খুশি যে সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর ৷ দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷ ’’
advertisement
advertisement
advertisement