বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল, জেনে নিন সিলভার লেকের সঙ্গে মেগা ডিলের সব তথ্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রিলায়েন্স রিটেলে ৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ মার্কিন সংস্থা সিলভার লেকের ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই নিয়ে দ্বিতীয়বার রিলায়েন্সের কোনও ব্যবসায় বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক ৷ এর আগে জিও-তে ১০,২০৩ কোটি টাকা লগ্নি করেছে সংস্থা ৷ এবার তাই জিও-র পাশাপাশি রিলায়েন্স রিটেলও আরও সমৃদ্ধ হল ৷ সংস্থার রিটেল ব্যবসায় সিলভার লেকের এই বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই উচ্ছ্বসিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ আমি খুশি যে সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর ৷ দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷ ’’