১ এপ্রিল থেকে বদলাতে চলেছে আপনার টাকা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি !

Last Updated:
এর জেরে কী আপনার লাভ হতে চলেছে না ক্ষতি জেনে নিন...
1/4
পয়লা এপ্রিল থেকে চালু হয়ে যেতে চলেছে নতুন আর্থিক বছর ৷ নতুন আর্থিক বছরে আপনার টাকা সংক্রান্ত একাধিক নিয়ম বদলে যেতে চলেছে ৷ নতুন আর্থিক বছরে ইপিএস নিয়মও বদলে যেতে চলেছে ৷ ইপিএস পেনশনভোগীরা আগের থেকে বেশি পেনশন পাবেন ৷ পাশাপাশি বদলে যেতে চলেছে Employees Provident Fund, ন্যাশনাল পেনশন স্কিম ও সুপারঅ্যানুয়েশনে বিনিয়োগ করার নিয়ম ৷ এর জেরে কী আপনার লাভ হতে চলেছে না ক্ষতি জেনে নিন...
পয়লা এপ্রিল থেকে চালু হয়ে যেতে চলেছে নতুন আর্থিক বছর ৷ নতুন আর্থিক বছরে আপনার টাকা সংক্রান্ত একাধিক নিয়ম বদলে যেতে চলেছে ৷ নতুন আর্থিক বছরে ইপিএস নিয়মও বদলে যেতে চলেছে ৷ ইপিএস পেনশনভোগীরা আগের থেকে বেশি পেনশন পাবেন ৷ পাশাপাশি বদলে যেতে চলেছে Employees Provident Fund, ন্যাশনাল পেনশন স্কিম ও সুপারঅ্যানুয়েশনে বিনিয়োগ করার নিয়ম ৷ এর জেরে কী আপনার লাভ হতে চলেছে না ক্ষতি জেনে নিন...
advertisement
2/4
বাজেটে ট্যাক্স ছাড়ের বিষয়ে ইপিএফ, এনপিএসের মতো যোজনায় ইনভেস্টমেন্টের সীমা ঠিক করে দেওয়া হয়েছে ৷ এর জেরে এর উপরেও ট্যাক্স লাগার সম্ভাবনা রয়েছে ৷ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ইপিএফ, ন্যাশনাল পেনশন স্কিম ও সুপারঅ্যানুয়েশন অথার্ৎ রিটায়েরমেন্ট ফান্ডে ইনভেস্টমেন্টের সীমা ৭.৫ লক্ষ টাকা ঠিক করা হয়েছে ৷ এই তিনটি যোজনায় ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ নতুন নিয়ম ১ এপ্রিল ২০২১ থেকে লাগু করা হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এক বছরে এই তিনটি যোজনায় কোনও কর্মচারীর ইনভেস্টমেন্ট যদি ৭.৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে তার জন্য কর দিতে হবে ৷
বাজেটে ট্যাক্স ছাড়ের বিষয়ে ইপিএফ, এনপিএসের মতো যোজনায় ইনভেস্টমেন্টের সীমা ঠিক করে দেওয়া হয়েছে ৷ এর জেরে এর উপরেও ট্যাক্স লাগার সম্ভাবনা রয়েছে ৷ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ইপিএফ, ন্যাশনাল পেনশন স্কিম ও সুপারঅ্যানুয়েশন অথার্ৎ রিটায়েরমেন্ট ফান্ডে ইনভেস্টমেন্টের সীমা ৭.৫ লক্ষ টাকা ঠিক করা হয়েছে ৷ এই তিনটি যোজনায় ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ নতুন নিয়ম ১ এপ্রিল ২০২১ থেকে লাগু করা হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এক বছরে এই তিনটি যোজনায় কোনও কর্মচারীর ইনভেস্টমেন্ট যদি ৭.৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে তার জন্য কর দিতে হবে ৷
advertisement
3/4
২০২০-২১ বাজেটে সরকার নতুন ট্যাক্স ব্যবস্থার ঘোষণা করেছে যা পয়লা এপ্রিল থেকে লাগু করা হবে ৷ নতুন ব্যবস্থায় কোনও কর ছাড় মিলবে না ৷ কিন্তু করদাতা চাইলে পুরনো নিয়মে ট্যাক্স দিতে পারবেন ৷
২০২০-২১ বাজেটে সরকার নতুন ট্যাক্স ব্যবস্থার ঘোষণা করেছে যা পয়লা এপ্রিল থেকে লাগু করা হবে ৷ নতুন ব্যবস্থায় কোনও কর ছাড় মিলবে না ৷ কিন্তু করদাতা চাইলে পুরনো নিয়মে ট্যাক্স দিতে পারবেন ৷
advertisement
4/4
পুরনো নিয়মে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও ট্যাক্স দিতে হবে না ৷ ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১০ শতাংশ কর ৷ ৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ১৫ শতাংশ কর ৷ ১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে দিতে হবে ২০ শতাংশ কর ৷ ১২.৫ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে দিতে হবে ২৫ শতাংশ কর ৷ এবং ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হবে ৩০ শতাংশ কর ৷
পুরনো নিয়মে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও ট্যাক্স দিতে হবে না ৷ ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১০ শতাংশ কর ৷ ৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ১৫ শতাংশ কর ৷ ১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে দিতে হবে ২০ শতাংশ কর ৷ ১২.৫ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে দিতে হবে ২৫ শতাংশ কর ৷ এবং ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হবে ৩০ শতাংশ কর ৷
advertisement
advertisement
advertisement